মাগুরায় মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাগুরার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে। বুধবার (১২ মার্চ) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, বাসদ নেত্রী শম্পা বসু, মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ আরও অনেকে।সংবাদ সম্মেলনে জানানো হয় মাগুরায় মেডিকেল কলেজ বন্ধ হলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি করাসহ পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসআর
Source: সময়ের কন্ঠস্বর