নারীর অধিকার ও ক্ষমতায়ন নিয়ে সচেতন হওয়ার এই দিনে নারীদের প্রতি বৈষম্য নিরসনেরই দাবি জানাতে শোনা যায় সবাইকে। তবে ব্যতিক্রমী মন্তব্য করতে দেখা গেল টলিউডের আলোচিত অভিনেত্রী পাওলি দামকে। পাওলির মতে, নারীই আসলে নারীর শত্রু।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে নারী দিবস উপলক্ষে একটি লেখা প্রকাশ করেন পাওলি দাম। সেখানে পাওলি বলেন, ‘কর্মক্ষেত্রে আমাকে তেমন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। শুরু থেকে এখন পর্যন্ত, যে যে পরিচালকের সঙ্গে কাজ করেছি (সিংহভাগই পুরুষ), তারা কেউ কোনো দিন মানসিক বা শারীরিকভাবে হেনস্তা করেননি। কিন্তু তার মানে এমন নয় যে সবাই ভাগ্যবান। সম্প্রতি আমাদের ইন্ডাস্ট্রিতে এক পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী। সেই পিটিশনে সই করে লিখেছি, আমার সঙ্গে ঘটছে না মানে, আর কারো সঙ্গে ঘটছে না, তা নয়।’এরপর অভিনেত্রী আরও লিখেন, ‘অনেকের হয়তো মনে হতে পারে, আমার সঙ্গে তো হয়নি, তাই আমি এ সবের মধ্যে নেই। সে ক্ষেত্রে কিন্তু অভিযোগকারীকেই প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে।’ আর সেখান থেকেই নারীদের ঐক্যবদ্ধ হওয়া প্রচেষ্টাকে অসম্মান করা হচ্ছে। ঠিক সেই সময়গুলিতেই প্রশ্ন জাগে, ‘মেয়েরা মেয়েদের শত্রু’ বাক্যটি কি পুরোটাই মিথ্যে?পাওলি বলেন, ‘মেয়ে হয়ে মেয়েদের পাশে না দাঁড়ানো, ক্ষমতা পেয়ে অন্য একটি মেয়ের পথের কাঁটা হয়ে ওঠা, আর একটি মেয়ের চরিত্র হননে অংশ নেওয়া, নিজে যেমন অত্যাচারিত হয়েছে সে রকমই অন্য মেয়েকে ফিরিয়ে দেওয়া-এই ঘটনাগুলি তো কানে আসেই। সবই পিতৃতন্ত্রের ফসল ঠিকই, কিন্তু এই হিংসা থেকে বেরিয়ে তো আসতে হবে। নিজেরা যদি ওই বাক্যটিকে ভুল প্রমাণ না করতে পারি, তা হলে কে করবে?’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পাওলির নতুন সিরিজ ‘কাবেরী’। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি: দুদক সচিব
ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি: দুদক সচিব

ক্ষমতার অপব্যবহারকেও এখন দুর্নীতি বলে ধরা হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন।

পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু
পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

পাবনার সুজানগরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোজাহার বিশ্বাস (৫৪) নামের এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন।

চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?
চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?

চট্টগ্রামের সংস্কৃতির গর্ব ও শতবর্ষী ঐতিহ্যের ধারক আব্দুল জব্বারের বলীখেলা এবার পা দিচ্ছে ১১৬তম বর্ষে। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক Read more

ভারতে লোকসভা নির্বাচনের শেষ পর্বে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, বিভিন্ন স্থানে সংঘাত
ভারতে লোকসভা নির্বাচনের শেষ পর্বে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, বিভিন্ন স্থানে সংঘাত

ভারতে লোকসভা নির্বাচনের শেষ চরণে শনিবার দেশের অন্যান্য রাজ্যে মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভোট হলেও দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন