চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দিকার ওপর হামলার ঘটনা ঘটেছে। এক যুবদল নেতা ক্ষুব্ধ হয়ে তার দিকে চেয়ার ছুড়ে মারেন এবং কার্যালয়ের টেবিল ভাঙচুর করেন। এর আগে, ওই যুবদল নেতা একাধিকবার অস্ত্র হাতে এসে এই নারী কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিনটার দিকে। অভিযুক্ত যুবদল নেতা মুহাম্মদ শহিদুল ইসলাম রাউজান পৌরসভা যুবদলের নেতা। আগের কমিটিতে তিনি প্রচার সম্পাদক পদে ছিলেন, তবে নতুন কোনো কমিটি এখনো হয়নি।সূত্র জানায়, গত তিন মাস ধরে যুবদল নেতা শহীদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিয়মিতভাবে কাজ চেয়ে তাগাদা দিচ্ছিলেন। তিনি কোনো জনপ্রতিনিধির সুপারিশ ছাড়াই প্রকল্পের কাজ দাবি করছিলেন। মাসখানেক আগে একবার অস্ত্র হাতে এসে একই দাবি জানালে, আয়েশা সিদ্দিকা তাকে বের করে দেন। সে সময় বের হওয়ার আগে ওই যুবদল নেতা তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যান।মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিনটায় শহীদ আবার কার্যালয়ে হাজির হন এবং পূর্বের মতোই কাজের জন্য চাপ দিতে থাকেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাকে জানিয়ে দেন, জনপ্রতিনিধিদের সুপারিশ ছাড়া কোনো কাজ দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হয়ে শহীদ চেয়ার তুলে সরাসরি আয়েশা সিদ্দিকার দিকে ছুড়ে মারেন।হামলার মুহূর্তে আয়েশা সিদ্দিকা দ্রুত মাথা সরিয়ে নিলে চেয়ারটি গিয়ে টেবিলের ওপর পড়ে এবং টেবিলের কাঁচ ভেঙে যায়। এরপর অফিসের অন্যান্য কর্মচারীরা দ্রুত এগিয়ে এলে শহীদ পালিয়ে যান।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সময়ের কণ্ঠস্বর- জানান, ‘‘হামলার সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। ভুক্তভোগী অভিযোগ দিলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’এই হামলার বিষয়ে আয়েশা সিদ্দিকা সময়ে কণ্ঠস্বর-কে জানান, ‘শহীদ পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। অলৌকিকভাবে আমি বেঁচে গেছি।’তিনি আরও বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। একজন সরকারি কর্মকর্তার ওপর প্রকাশ্যে হামলা চালানোর সাহস কারা জোগাচ্ছে, সেটাও প্রশাসনকে দেখতে হবে। আমি আশা করি, দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনায় রাউজানসহ পুরো চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। একজন সরকারি কর্মকর্তার ওপর প্রকাশ্যে হামলা, অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন এবং দোষীর অবাধ চলাচল প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জাপার
প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জাপার

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে জাতীয় পার্টির।

নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ থাকবে বাজেটে
নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ থাকবে বাজেটে

আগামী ৫ জুন জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন