পাবনার চাটমোহরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।ভুক্তভোগীর ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৮।মামলার আসামি দুইজন হলেন- হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন (২৫) এবং তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)।এর আগে উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।ভুক্তভোগী ছাত্রী জানান, ‘দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুনসহ বখাটেরা বিরক্ত করতো। নানারকম কুপ্রস্তাব দিতো, কিন্তু আমি তাতে সাড়া দেই নাই। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এলাকায় সবাই যখন তারাবী নামাজ পড়ছিলেন, আমার আব্বা বাজারে ছিল। তখন তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।’ভুক্তভোগী ছাত্রী আরও জানান, ‘এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমি ও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।’মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, ‘মামলা রুজু হওয়ার পরপরই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হবো।’এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, ‘অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে বিজিবির টহল জোরদার
সারাদেশে বিজিবির টহল জোরদার

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের Read more

‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ গড়ে তোলার অঙ্গীকার’
‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ গড়ে তোলার অঙ্গীকার’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে নতুন দল এনপিসির আত্মপ্রকাশের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে রমজানে সয়াবিন তেলের বাজারে উত্তাপ, আদালতে মামলার Read more

দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের স্ত্রী-সন্তানরাও কি শাস্তি পেতে পারেন?
দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের স্ত্রী-সন্তানরাও কি শাস্তি পেতে পারেন?

আইনজীবীরা বলছেন, এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আদালত আইনানুযায়ী সর্বোচ্চ সাজাই দিতে পারবে। একই সাথে অপরাধ ঘটানোতে সহায়তাকারী Read more

বঙ্গবন্ধুর সমাধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন