দিনাজপুরের বিরামপুরে টিভি দেখার প্রলোভন দেখিয়ে সাত বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি মমিনুর ইসলাম (৫৪) নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে প্রতিবেশি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া এলাকায়।বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার  অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক।গ্রেফতারকৃত মমিনুর ইসলাম(৫৪) উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টিভি দেখার কথা বলে হাত ধরে প্রতিবেশির সাত বছরের দুই শিশুকে ডেকে তার নিজের ঘরে নিয়ে যায় এবং ঘরের জানালা দরজা লাগিয়ে দেয় অভিযুক্ত মমিনুর ইসলাম (৫৪)। একপর্যায়ে সাত বছরের ওই দুই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের পায়জামা খুলে তাদের জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ভয়ে ওই দুই শিশু চিৎকার করলে অভিযুক্ত তাদের হুমকি দেয়, যদি এবিষয়ে কাউকে কিছু বলে তাহলে গলা চেপে ওই দুই শিশু কে মেরে ফেলবে। পরে ওই দুই শিশু মায়ের কাছে এসে কান্নাকাটি করে, তাদের মা জিজ্ঞেস করলে তারা ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি ধীরে ধীরে জানাজানি হলে অভিযুক্ত কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে ওই দুই শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুর ইসলাম কে গ্রেফতার করে মঙ্গলবার রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রদ্ধার শতকোটির সিনেমার আয় ৩৯০ কোটি টাকা
শ্রদ্ধার শতকোটির সিনেমার আয় ৩৯০ কোটি টাকা

অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও।

জমজমাট গাবতলী পশুর হাট, বেচাকেনা কম
জমজমাট গাবতলী পশুর হাট, বেচাকেনা কম

আগামী ১৭ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন