রাজধানীর নিউমার্কেটের গ্লোব মার্কেট সংলগ্ন ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে হকার হারুনের ওপর মারধরের অভিযোগ উঠেছে।শুক্রবার (৭ মার্চ)  দুপুরে ফুটপাতের দোকান থেকে ঐ হকারকে ধরে নিয়ে গ্লোব মার্কেটের পার্শ্ববর্তী মেঘনা তেল পাম্পে তারা মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন।ভুক্তভোগী ও তার সহযোগিদের সূত্রমতে, মারধরের সাথে জড়িত ব্যক্তিরা হলে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ১৬-১৭ সেশনের শিক্ষার্থী সিরাজুম মুনির নায়িব ও ১৯-২০ সেশনের শিক্ষার্থী দেওয়ান ফজলে হাসান নিয়ন। মারধরের শিকার হকার মোহাম্মদ হারুন বলেন, ‘আমি ঢাকা নিউমার্কেটে গ্লোব মার্কেটের সামনে দোকানদারি করি। অনেকদিন যাবৎ একটি গ্রুপ নিয়ন ভাই, নায়িব ভাই উনারা আমার জায়গা (ফুটপাতে দোকান বসানোর স্থান) নিয়ে উনারা করবে। উনারা আসার পরে আমি বললাম যে আমরা তো দুই ভাই করতেছি এখানে জায়গা দেওয়ার কোন স্কোপ নাই। আমি জায়গা দিতে পারবো না। তখন আমি ভিডিও করছি আমার সেফটির জন্য। উনারা এটা দেখে আমাকে বলছে যে ভিডিও করলি কেন? এরপর আমাকে পাম্পের ওখানে এনে মারধর করছে।ওরা পরে ১০/১২ লোক আসছিলো। আমাকে দোকান থেকে বেল দিয়ে বেধে ধরে নিয়ে আসছে, এনে পাম্পের এখানে মারছে। হাত দিয়ে যে যেভাবে পারছে থাপ্পর দিয়েছে, ঘুসি-ঠুসি মারছে। পাচ ছয় বছর যাবৎ আমরা শার্টের দোকান করতেছি। এই জায়গায় এসে উনারা দখল করতে চাইতেছে। পরে আজকে জুম্মার নামাযের পরে আমাকে মারধর করেছে।এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, আমার বাবা নেই, একটা প্রতিবন্ধী বোন নিয়ে আমি কষ্টে চলতেছি। উনার যেভাবে আমাকে অত্যাচার করেছে এটা আমি আসলে মেনে নিতে পারছি না। আমরা এটা প্রশাসনের মাধ্যমে সুষ্টু সমাধান চায়। আমাকে মারধরের বিচার চায়। মারধর করে আমার ফোন নিয়ে গেছে। ফোন নেওয়ার পরে আমি বলছি ফোনটা আমাকে দিয়ে দেন তখন ওরা বলছে ফোন পাবিনা। ফোন নিয়ে চলে গেছে আমার ফোন আর ফেরত দেয় নাই।দোকান দখলের অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান ফজলে হাসান নিয়ন বলেন,  এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি এই ধরনের কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়। কেউ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তো আমার কিছু করার নেই। তিনি আরও বলেন, ফুটপাতে আমার কোন ব্যবসা বা দোকান নেই । আমি সড়কের বিষয়ে কিছুই জানিনা। আপনার কাছে যদি কোন প্রমাণ থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন।ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুম মুনির নায়িব বলেন, এটা একদম মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এটার সাথে আমার কোন যোগসাজস নাই। আমার কাছে যেটা রিপোর্ট আসছে সেটা হচ্ছে পাশাপাশি দুটি দোকানের সমস্যা।এখানো মারামারির কোন ঘটনা ঘটেনি।মারামারির বিষয়টা আমি কিছুই জানিনা। যাইহোক আমরা তো সিনিয়ররা গিয়ে মিটমাট করে দিয়েছি ওদের। আর অভিযোগ ভিত্তিহীন।এই বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক  পিয়াল হাসান বলেন,  এই ঘটনা সম্পর্কে আমার কাছে কোন তথ্য নেই। আমি বিষয়টা জানিনা। আজকে কলেজে গিয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব। আমি এই বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের স্পষ্ট বলেছি যে, কারো বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলদারির কোন অভিযোগের প্রমাণ পেলে আমি নিজে সেন্ট্রালে তদবির করে তার পদ বাতিলের জন্য সুপারিশ করব। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো:মিল্লাদ হোসেন বলেন, আমরা এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানতে পারেনি আপনার থেকেই শুনলাম। আমরা আগেও সকল নেতাকর্মীকে সতর্ক করেছি অনৈতিক কর্মকান্ডে না জড়ানোর। তারপরও যদি কেউ এধরনের দখলদারিত্ব, অন্যায়ভাবে কাউকে মারবে এমন কর্মকান্ডের সাথে জড়িত থাকে আর প্রমাণ পায় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেবো।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে জাকির খান কারামুক্ত, রাজনীতিতে নতুন প্রভাব
নারায়ণগঞ্জে জাকির খান কারামুক্ত, রাজনীতিতে নতুন প্রভাব

নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত-সমালোচিত, ছাত্রদলের সাবেক নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান Read more

টেবিল টেনিসে রুমেল খানের দ্বিমুকুট জয়
টেবিল টেনিসে রুমেল খানের দ্বিমুকুট জয়

আজ শনিবার (১৮ মে, ২০২৪) সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে টেবিল টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হয়।

দাওয়াত খেতে গিয়ে মার খেলেন আওয়ামী লীগ নেতা
দাওয়াত খেতে গিয়ে মার খেলেন আওয়ামী লীগ নেতা

মাগুরায় শহরের ভিটাসাইর এলাকায় সুন্নতে খতনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন