“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় মহিলা সংস্থা উলিপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সঞ্চালনায় এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক বাবুল মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর