মুন্সীগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন জামাই সেন্টু ঘোষ (৪০)। এতে মোটরসাইকেল চালক বন্ধু প্রসেনজিৎ ঘোষ গুরুতর আহত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।নিহত সেন্টু ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কইড়াইল ইউনিয়নের কইড়াইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাই। অপর আহত কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর গ্রামের কানাই ঘোষের ছেলে প্রসেনজিৎ ঘোষ।পুলিশ ও স্থানীয়রা জানায়, সেন্টু ঘোষ উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রাম থেকে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে অটোভ্যানের সাথে মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সেন্টু ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত্য ঘোষণা করে এবং তার বন্ধু প্রসেনজিৎ ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.সুলতানা নাসরিন বলেন, দুপুরে দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রোগী এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে।সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই, হাসপাতাল থেকে মৃতদেহ তাদের বাড়িতে নিয়ে গেছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর