রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। ইতোমধ্যে খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, প্রবর্তনা নামের ওই প্রতিষ্ঠানটি কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার ও অর্থনীতিবিদ ফরিদা আখতারের প্রতিষ্ঠান।মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, আমরা পেট্রোল বোমা পেয়েছি। সেগুলো ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি মূলত ক্যাটারিং সার্ভিসের প্রতিষ্ঠান।তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন মোহাম্মদপুর থানার এই কর্মকর্তা।এফএস
Source: সময়ের কন্ঠস্বর