নির্বাচনের সময় নিয়ে গড়িমসি করার অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, কিন্তু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করা হচ্ছে।”শুক্রবার (৭ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, “নির্বাচন ১৬ বছর অবরুদ্ধ ছিল। দিনের ভোট রাতে হয়েছে। জনগণ গণতন্ত্রের স্বাদ পেতে চায়। তাহলে কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে? জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।”তিনি আরও বলেন, “আদালত স্বাধীন থাকতে হবে। পুলিশ প্রশাসন যেন নিজের গতিতে কাজ করতে পারে। কিন্তু বারবার নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা আশা করি, ড. মুহাম্মদ ইউনুস সরকার আন্তর্জাতিক সম্মান নিয়ে নিরপেক্ষতা বজায় রাখবেন।”সভায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহিদ পরিবারের সদস্য ও আহতরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। সভাপতিত্ব করেন সাংবাদিক ও বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন।বক্তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দোয়া মাহফিলে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।এবি
Source: সময়ের কন্ঠস্বর