চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার লক্ষে ভোলায় চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ । চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে র্যাবের এই পদক্ষেপ।বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত মধ্যরাতে শহরের সরকার স্কুল মাঠ সংলগ্ন বক পোয়ারার পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই তল্লাশি চালানো হয়।চেকপোস্টে ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশা থামিয়ে কাগজপত্র যাচাইসহ চালানো হয় তল্লাশি। পাশাপাশি সড়কে চলাচল করা মোটরসাইকেলর হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মোটরসাইকেল চালকদের অবহিত করা ও যানবাহনে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চায় র্যাব-৮ এর সদস্যরা।র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি সময়ের কন্ঠস্বরকে বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমাদের এই তল্লাশি। অপরাধ দমনে শহরজুড়ে আমাদের টহল ও চেকপোস্ট করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় জনগণকে যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধও করেন তিনি। তবে র্যাব- ৮ এর সদস্যদের সাথে মধ্য রাতে যোগ দেয় ভোলা ট্রাফিক বিভাগও।এআই
Source: সময়ের কন্ঠস্বর