ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলমান পরিস্থিতিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে জাতিসংঘ। সংস্থাটির মতে, আন্তর্জাতিক আইনকে সর্বদা সম্মান করা উচিত এবং বেমারিক নাগরিকদেরকেও সুরক্ষা দেওয়া উচিত।শুক্রবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির অবনতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।স্টিফেন ডুজারিক বলেন, “বিশেষ করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আমাদের মানবিক সহকর্মীরা সতর্ক করছেন যে— পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। অংশীদাররা আমাদের বলছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে তারা যা দেখছেন তা হলো— বাস্তুচ্যুতি থেকে শুরু করে ভেঙে পড়া বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পর্যন্ত দুর্দশা।”তিনি আরও বলেন, সর্বদা আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার কথাই জাতিসংঘ জোর দিয়ে বলে।গাজা উপত্যকা সম্পর্কে ডুজারিক বলেন, জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলছে— দেরি না করে সাহায্য প্রবাহ পুনরায় শুরু না হলে সেখানে “ইতোমধ্যেই বিদ্যমান বিপর্যয়কর” পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ৯৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৭ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দীর্ঘস্থায়ী দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়ল বন্য হাতি, তাড়াতে গিয়ে একজন নিহত
চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়ল বন্য হাতি, তাড়াতে গিয়ে একজন নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল করিম (৪৬) নামের এক ব্যক্তি মারা Read more

‘নৈশভোটে ১০৪১ কুশীলব’
‘নৈশভোটে ১০৪১ কুশীলব’

রোববারের ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগের বর্তমান অবস্থা, খালেদা জিয়ার দেশে ফেরা, অর্থনৈতিক অবস্থা নিয়ে ব্যবসায়ীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন