যশোর শহরতলী বকচরে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের দুই চোখ তুলে ফেলার অভিযোগ উঠেছে। জানা যায়, গরুতে ধান খাওয়ায় প্রতিবাদ করা নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে তার চোখ দুটি তুলে ফেলা হয়। আহত শহিদুল বকচর গোরস্থান এলাকায় ইদ্রিস আলীর ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় রেফার্ড করেছেন। আহতের স্ত্রী হেনা বেগম জানান, বকচর মাঠে তার স্বামী শহিদুল ইসলাম এক বিঘা জমিতে ধান রোপণ করেছেন। ধানের চারপাশ নেটের জাল দিয়ে ঘিরে দেয়া। কয়েকদিন আগে বকচর এলাকার তৌহিদের গরু নেটের জাল ছিড়ে ধান খেয়ে ফেলে। এই ঘটনার প্রতিবাদ করলে তৌহিদের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়। হেনা বেগম আরও জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে আল-আমিনের দোকানের পাশে তার স্বামী শহিদুল ইসলামকে একা পেয়ে তৌহিদের ভাড়াটিয়া সন্ত্রাসী সাদ্দাম কয়েকজন হামলা চালিয়ে মারধর করার পর দুই চোখ তুলে দেয়। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিব আল হাসান জানান, ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে শহিদুল ইসলামের দুই চোখ তুলে ফেলা হয়েছে। এদিকে তাকে ভর্তির পর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার্ড করেছেন। আহত শহিদুলের অবস্থা আশঙ্কাজনক। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে শহিদুল ইসলাম নামে এক কৃষকের দুই চোখ তুলে দেয়া হয়েছে। ঘটনার সংবাদ শুনে তিনি ভিকটিমকে দেখতে যশোর জেনারেল  হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসক শহিদুলকে ঢাকায় রেফার্ড করেছেন।  ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান-ইসরায়েল প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
ইরান-ইসরায়েল প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ইসরায়েলে ইরানের হামলার প্রেক্ষিতে রোববার (১৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৪টায় এই বৈঠক Read more

‘লিপস্টিক’ নিয়ে মন ভালো নেই পূজার
‘লিপস্টিক’ নিয়ে মন ভালো নেই পূজার

সম্প্রতি মাতৃবিয়োগে মন ভালো নেই চিত্রনায়িকা পূজা চেরির। তার ওপর এই ঈদে পূজা অভিনীত ‘লিপস্টিক’ সিনেমাটি খুব বেশি হল পায়নি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন