চট্টগ্রামের ফটিকছড়িতে মাছ চাষের অনুমতি নিয়ে কৃষি জমির মাটি বিক্রির অপরাধে ২ ব্যক্তিকে ১৫ দিনের জেল হাজাতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মোজাম্মেল হক চৌধুরী। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- একই এলাকার মো. ইয়াকুব (৩৫) ও মো. শাহাদাত হোসেন(৩২)। প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রোসাংগিরি ইউনিয়ন এর দীঘিরপাড় এলাকায় মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমি থেকে মাটি কর্তন করে বানিজ্যিকভাবে মাটি বিক্রয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাটি কাটা ও বিক্রয়ের কাজে যুক্ত দুইটি ডাম্প ট্রাকসহ মো. ইয়াকুব ও মো. শাহাদাত হোসেন নামক দুই আসামি গ্রেপ্তার করা হয় এবং সরকারি নির্দেশ অমান্য করে বানিজ্যিকভাবে মাটি বিক্রয় এর দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোহলি বীরত্বে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো বেঙ্গালুরু
কোহলি বীরত্বে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো বেঙ্গালুরু

ম্যাচের সমীকরণটা দুই দলের জন্যেই ছিল সমান। যারা জিতবে, তাদের প্লে-অফের আশা বেঁচে থাকবে। যারা হারবে, আসর থেকে বিদায় নিশ্চিত।

একজন নাদা হাফেজ
একজন নাদা হাফেজ

খেলায় হার-জিৎ আছে। কিন্তু কেউ কেউ হেরেও দর্শকের মন জয় করে নেন। তেমনই একজন নাদা হাফেজ।

জিম্বাবুয়ে আসছে আজ
জিম্বাবুয়ে আসছে আজ

পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ বিকেলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুবাই হয়ে বিকেল ৫টায় অতিথিরা ঢাকায় পৌঁছবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন