চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সমন্বয়ক পরিচয়ে এক রাজমিস্ত্রী প্রতিবেশীকে হাতুড়িপেটা করেছেন এক যুবক। পরে এ ঘটনায় অভিযুক্ত সেই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গীরছ ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত স্থানীয় নুরুল ইসলামের ছেলে জাহেদুল আলম গফুর বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেছে।পরে পুলিশ অভিযুক্ত মো. আবদুল কাদের (২৩) ও তার ভাই মো. ফাহিমকে (২১) গ্রেফতার করে একইদিন জেল হাজতে প্রেরণ করে। মামলার এজাহার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মূল অভিযুক্ত আবদুল কাদের নিজেকে সমন্বয়ক দাবি করে আসছিল। অথচ তিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্র এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। দেশের পট পরিবর্তনের পর নিজেকে বিএনপি কর্মী দাবি করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাকে।সম্প্রতি নিজেকে সমন্বয়ক দাবি করে থানার এক পুলিশ সদস্যকেও ফোন দিয়ে অনৈতিক আবদারের কল রেকর্ড ফাঁস হয় তার। একই দাবি করে গত ১৫-২০ দিন ধরে এলাকায় প্রতিনিয়ত দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ঘোরাফেরা করছিল এবং বিভিন্ন পেশাজীবীদের নানান হুমকি ধমকি দিয়ে যাচ্ছিল।সর্বশেষ বৃহস্পতিবার অভিযুক্ত আবদুল কাদের প্রতিবেশী রাজমিস্ত্রী গফুরের ঘরে লোহার কিরিচ হাতে প্রবেশ করে কুপিয়ে যখম করার চেষ্টা করে। তবে ভাগ্যক্রমে তার হাত থেকে কিরিচটি পরিবারের অন্যান্যরা কেড়ে নিয়ে নিলে প্রাণে রক্ষা পান তিনি।পরে কোমর থেকে লোহার হাতুড়ি বের করে রাজমিস্ত্রী গফুরকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর যখম করে। পরে তার ভাই ফাহিমও ঘটনাস্থলে গিয়ে কিরিচ দিয়ে আঘাত করলে ভুক্তভোগী গফুরের ডান পায়ে, হাতে এবং গলায় জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক জাকির হোসেন বলেন, অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দিলে আমরা তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি এবং জেল হাজতে প্রেরণ করি। এই ব্যাপারে আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারা-মুক্তির আমন্ত্রণে তারার মিলন মেলা
আনোয়ারা-মুক্তির আমন্ত্রণে তারার মিলন মেলা

খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

গাজায় সাহায্য কর্মীদের মৃত্যুর ঘটনায় পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি
গাজায় সাহায্য কর্মীদের মৃত্যুর ঘটনায় পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশের  দাবি

পহেলা এপ্রিল মাত্র চার মিনিটের মধ্যে গাজায় ত্রাণ সাহায্য বিতরণের সাথে জড়িত কর্মীদের গাড়ি লক্ষ্য করে একের পর এক তিনটি Read more

২৭ দিন পর ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চালু
২৭ দিন পর ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চালু

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর চালু হলো দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চলাচল। দীর্ঘদিন পর রেলে ভ্রমণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন