মাগুরায় আছিয়া (৮) নামে আট বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে এই ঘটনা ঘটে।শিশুটির পরিবার জানায়, গত শনিবার শ্রীপুর থেকে নিজনান্দুয়ালী গ্রামে দুলাভাই বাড়িতে বেড়ায় যায় সে। বৃহস্পতিবার রাতে শিশুটি তার বোনের ঘরে ঘুমিয়ে ছিলো। সকালে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। মেয়েটির শারীরিক অবস্থা খুবই আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে সময়ের কন্ঠস্বরকে জানান, শিশুটি অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় হেতু মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর