কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মোল্লাবাড়ি এলাকার উচ্চশিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা পড়াশোনা শেষ করে কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা চাষ করে সফল হয়েছেন। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি। এবার তিনি ২৬ শতক জমিতে শসা চাষ করেছেন। এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন।জানা যায়, রেদুয়ান মোল্লা মাদরাসা থেকে ফাজিল পাস করেছেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। তা থেকেই কৃষিতে আগ্রহী হয়ে ওঠেন। এবার বাড়ির পাশের ২৬ শতক জমিতে হাইব্রিড জাতের শসা চাষ করেছেন। বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি দরে মণপ্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকা। তিনি দেড় থেকে ২ লক্ষাধিক টাকার শসা বিক্রি করতে পারবেন।স্থানীয় কৃষক মরজত আলী বলেন, গত দুই বছর ধরে শসা চাষ করছি। প্রায় সময়ই তার কাছ থেকে পরামর্শ নিতে আসি। তাকে দেখে আমরাও কৃষিতে মনোনিবেশ করেছি। উচ্চশিক্ষিত যুবক রেদুয়ান মোল্লা চাকরি না করে তার কৃষিকাজ আমাদের উৎসাহ দেয়।এ বিষয়ে রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লার সঙ্গে কথা হলে তিনি বলেন, লেখাপড়া করে ছেলে ভালো একটা চাকরি করবে, এটা সব বাবা-মায়ের ইচ্ছা। ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ শুরু করে প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে। আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে সেই ধারণা আজ আমার ছেলে বদলে দিয়েছে।সফল উদ্যোক্তা রেদুয়ান মোল্লা বলেন, কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুটি প্রশিক্ষণ নিয়েছিলাম। এরপর থেকে সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। বর্তমানে শসার প্রজেক্ট নিয়েছি। দুই-তিন দিন পর পর ৭ থেকে ৮ মণ করে শসা সংগ্রহ করা যায়। এ পর্যন্ত প্রায় ১৫০ মণের মতো শসা বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা একে এম শাহজাহান কবিরের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, মাঠ পর্যায়ে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। বর্তমানে সাধারণ কৃষকদের পাশাপাশি রেদুয়ান মোল্লাদের মতো উচ্চশিক্ষিত যুবকরা কৃষিতে মনোনিবেশ করছেন। যা দেশের কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগ্ন নারীর পাশে হিন্দু দেবতা গণেশ ও হনুমান, শিল্পী এমএফ হুসেইনের চিত্রকর্ম বাজেয়াপ্ত করার নির্দেশ
নগ্ন নারীর পাশে হিন্দু দেবতা গণেশ ও হনুমান, শিল্পী এমএফ হুসেইনের চিত্রকর্ম বাজেয়াপ্ত করার নির্দেশ

ভারতের রাজধানী দিল্লির এক আদালত প্রয়াত শিল্পী মকবুল ফিদা হুসেইনের দু'টো 'আপত্তিকর' চিত্রশিল্প বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। পাতিয়ালা হাউজ কোর্টের Read more

গাইবান্ধায় প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে পুরুষাঙ্গ খোয়ালেন দুই বন্ধু
গাইবান্ধায় প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে পুরুষাঙ্গ খোয়ালেন দুই বন্ধু

গাইবান্ধার সাঘাটায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই বন্ধু পুরুষাঙ্গ খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ জুন) উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের Read more

রাজধানীতে সীমিত আকারে চলছে বাস
রাজধানীতে সীমিত আকারে চলছে বাস

সারাদেশে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন