শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।আব্রাহাম লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদারপাড়া এলাকার মৃত শুকুর আলী সরদারের ছেলে।পুলিশ জানায়, তিনি মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে আটক করা হয় এবং বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন।গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আব্রাহাম লিংকনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর