গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশাই ব্রিজের পাশে কয়েকদিন ধরে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলা অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। অবশেষে (৪ মার্চ) সন্ধ্যায় প্রশাসনের উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের মতে, মহিলাটি কয়েকদিন ধরে ব্রিজের পাশেই পড়ে ছিলেন, কিন্তু তার পরিচয় জানা যায়নি। তিনি কথা বলতে পারছিলেন না, চলাফেরার ক্ষমতাও ছিল সীমিত। অসহায় অবস্থায় রোদ- মধ্যে অনাহারে দিন কাটাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি তাকে খাবার ও পানি দিলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।বিষয়টি জানাজানি হলে কালিয়াকৈর উপজেলা প্রশাসন তৎপর হয়ে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ এর নির্দেশনায় সন্ধ্যায় অসুস্থ মহিলাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।উক্ত মানবিক কাজে বিশেষ ভূমিকা রাখেন, জুয়েল পালোয়ান,জাহাঙ্গীর কবির নানক ও সাহারিয়া হোসেন। তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, মহিলা যাতে যথাযথ চিকিৎসা পান, সে বিষয়েও খোঁজখবর নেন। হাসপাতালের জরুরি বিভাগে তাকে ভর্তি করানোর পর প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ জানান, মহিলার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি তার স্বজনদের সন্ধান পাওয়া না যায়, তবে প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে, সমাজের সামর্থ্যবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।এমআর
Source: সময়ের কন্ঠস্বর