মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অভিযোগে বরিশালের ৬ টি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বুধবার বেলা ১১ টায় নগরীর ষ্টীমার ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেছে তারা। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ টি ফলের দোকানে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা, একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা, ওষুধের দোকানে মেয়াদউত্তীর্ণ ওষুধ সংরক্ষন করায় ৭ হাজার টাকা ও খাবার হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য দোকানকেও এ বিষয়ের সতর্ক করা হয়েছে।দ্রব্যমূল্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারী।এসআর
Source: সময়ের কন্ঠস্বর