শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও এলাকায় স্থানীয় যুবদল নেতা রোকন সরদার ও তার অনুসারীদের বিরুদ্ধে ১০ একর কৃষিজমি জোরপূর্বক দখল করে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে। জমির মালিকরা রাজি না হওয়ায় অন্তত ৩ একর জমিতে বিষ প্রয়োগ করে ধানগাছ নষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ধানসহ বিভিন্ন রবি ফসল উৎপাদন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ওই জমি দখলে নিতে এক্সকাভেটর দিয়ে চারপাশ খনন শুরু করেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদার ও তার লোকজন। বাধা দিলে কৃষকদের জমিতে রাতের আঁধারে বিষ প্রয়োগ করা হয়, যা ফসল পুড়ে নষ্ট হয়ে যায়।এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং লিখিত অভিযোগ দেন।ভুক্তভোগী কৃষক শফিক শেখ বলেন, আমার জমিতে ধান রোপণ করেছি। কিন্তু জোর করে মাছের ঘের করতে গিয়ে আমার ফসল ধ্বংস করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।ফজল খা বলেন, কিস্তি নিয়ে ধান লাগিয়েছি, সারা বছর এই জমির ফসলের ওপর নির্ভর করি। এখন সব শেষ।ইয়ারুন বেগম নামে এক নারী বলেন, আমাদের ধান বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। প্রশাসনের কাছে গিয়েও কোনো বিচার পাইনি।জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, অভিযোগটি গুরুতর। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত রোকন সরদারকে তার বাড়িতে পাওয়া না গেলেও তার বোন শামসুন্নাহার দাবি করেন, আমার ভাই শুধু প্রজেক্টের মাটি কাটার কাজ করেছে, বিষ প্রয়োগের সঙ্গে সে জড়িত নয়।ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফসলি জমির চারপাশ খনন করা হয়েছে এবং বিষক্রিয়ায় ধানগাছ নষ্ট হয়ে গেছে।ভুক্তভোগী কৃষকদের দাবি দ্রুত জমি উদ্ধারের পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলি করে অভিনেতাকে হত্যা
গুলি করে অভিনেতাকে হত্যা

পুলিশ এখনো ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি।

‘আনলাকি’ কেটলবরো থেকে ফাইনালে দূরে ভারত!
‘আনলাকি’ কেটলবরো থেকে ফাইনালে দূরে ভারত!

নক আউট ম্যাচে আম্পায়ার রিচার্ড কেটলবারো অনফিল্ডে থাকলে ভারত জেতে না! এমন মিথ চালু আছে।

সাতক্ষীরায় ২৪ হরিণ শিকারির আত্মসমর্পণ
সাতক্ষীরায় ২৪ হরিণ শিকারির আত্মসমর্পণ

তারা হরিণ শিকার করবেন না জানিয়ে শপথ বাক্য পাঠ করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন।

উরুগুয়েকে কাঁদিয়ে ফাইনালে কলম্বিয়া
উরুগুয়েকে কাঁদিয়ে ফাইনালে কলম্বিয়া

উন্মাদনা, উত্তেজনা, লড়াই, শরীরী আক্রমণ; কি ছিলো না উরুগুয়ে-কলম্বিয়ার ম্যাচে? কোপা আমেরিকার টিপিক্যাল লড়াই যাকে বলে আর সবটাই দেখালো দুই Read more

ব্রেইন স্টেশনের কিউআইও আবেদন শুরু
ব্রেইন স্টেশনের কিউআইও আবেদন শুরু

পুঁজিবাজারের এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ব্রেইন স্টেশন ২৩ পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) তারিখ নির্ধারণ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন