চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। দলের এমন বিদায়ের একদিনের মাথায় অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের জন্য আরেকটি দুঃসংবাদ দিয়েছে অজি অধিনায়ক। টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পরের দিনই আকস্মিক অবসর ঘোষণা করে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টিভ স্মিথ।প্যাট কামিন্সের ছিটকে যাওয়া পর স্মিথকে অধিনায়ক করেই চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠিয়েছিল অজিরা। দ্বিতীয় সারির দল নিয়ে সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা পেরোলেও সেমিতে ভারতের কাছে হেরে বাদ পড়েছে অস্ট্রেলিয়া। সেমিতে ভারতের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেছিলেন স্মিথ। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও কেউ ধারণা করতে পারেননি যে, স্মিথ এমন ঘোষণা দেবেন।দলের বিদায়ের পর হঠাৎ দেয়া এক বার্তায় তিনি জানান, এটাই সরে যাওয়ার সঠিক সময় বলে মনে হচ্ছে। এই সফরটা দুর্দান্ত ছিল। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি আমি। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলার সময় অনেক অসাধারণ স্মৃতি তৈরি হয়েছে। আর তার মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জয়ের (২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০২৩ সালের বিশ্বকাপ) বিষয়টা একেবারে উজ্জ্বল হয়ে থাকবে।২০১০ সালে ওয়ানডেতে অভিষেক হয়েছিল স্মিথের। অস্ট্রেলিয়ার হয়ে ১৫ বছরে স্মিথ খেলেছেন ১৭০ ম্যাচ। ব্যাট হাতে করেছেন ৫৮০০ রান, বল হাতে উইকেট নিয়েছেন ২৮টি। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপসহ স্মিথ জিতেছেন অনেক কিছুই। ৬৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে স্মিথ জয় পেয়েছেন ৩২ ম্যাচে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে উপর্যুপরি ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলে উপর্যুপরি ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েলজুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মিসাইল নিক্ষেপের কথা Read more

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংখ্যা খুব কম: সাইফউদ্দিন
বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংখ্যা খুব কম: সাইফউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে এলোমেলো বোলিং করে শেষ মুহুর্তে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন