রাজশাহীতে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের সভাপতি হাফিজা বেগম হ্যাপিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, হ্যাপি ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা যায়। এছাড়া, সরকারবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ, হ্যাপি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিলেন এবং রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে জমি দখল করেছেন। তার বাড়ি চন্দ্রিমা থানার বাররাস্তার মোড়ে।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং আদালতে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এমআর
Source: সময়ের কন্ঠস্বর