লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট এলাকায় মেসার্স সামিয়া এন্টারপ্রাইজ নামীয় একটি বালু মহাল বন্ধের পায়তারার অভিযোগ উঠেছে একটি দুষ্ট চক্রের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, দখলে নিতে না পেরে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে স্থানীয় একটি দুষ্ট চক্র বালু মহালটির ড্রেজিং মেশিন উচ্ছেদ করার চেষ্টা করছে। মঙ্গলবার (৪ মার্চ) গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেন বালু মহালটির শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী। জানা গেছে, মেসার্স সামিয়া এন্টারপ্রাইজ নামীয় বালু মহালটি দীর্ঘ ১৩ বছর ধরে পরিচালিত হয়ে আসছে। পূর্বে বালু মহালটির ড্রেজিং মেশিন নিয়ে কখনো কোন সমস্যা হয়নি। সম্প্রতি ড্রেজিং মেশিনটির কারণে স্লুইসগেটে পানি আসা-যাওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমন একটি অভিযোগ প্রশাসনের কাছে করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে ড্রেজিং মেশিনটি স্লুইসগেট থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার মৌখিক  নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বালু মহাল সংশ্লিষ্টরা ড্রেজিং মেশিনটি পূর্বের জায়গা থেকে ৩০ ফুট নদীর গভীরে নিয়ে যায়। এতে করে বর্তমানে ড্রেজিং মেশিনটি নদীর একপাশে ও স্লুইসগেট থেকে নিরাপদ দূরত্বে রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় রহমতখালী চ্যানেলে দু’টি  স্লুইসগেট (রেগুলেটর) রয়েছে।প্রথম স্লুইসগেট থেকে বহু দূরত্বে নদীর একপাশে রয়েছে একটি ড্রেজিং মেশিন। দীর্ঘদিন থেকে ভোলা, চট্টগ্রাম থেকে বালু এনে এই ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু অন্যত্র নিয়ে ব্যবসা করে আসছে মেসার্স সামিয়া এন্টারপ্রাইজ। দেখা যায় ড্রেজিং মেশিনে মাধ্যমে এখান থেকে কোন বালু উত্তোলন করা হয় না। শুধু মাত্র বাল্কহেড মেশিনের মাধ্যমে বালু স্থান্তর করা হয়। এতে করে নদী এলাকায় নাব্যতা সংকট ও স্লুইসগেটের কোন ঝুঁকির লক্ষ করা যায়নি। এছাড়া ড্রেজিং মেশিনের কারণে পানি প্রবাহে কোন প্রতিবন্ধকতাও দেখা য়ায়নি। বালু মহাল শ্রমিক ও স্থানীয়রা বলেন, প্রশাসনের মৌখিক নির্দেশে ড্রেজিং মেশিনটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ড্রেজিং মেশিনের কারনে সুইজ গেইটে পানি আসা-যাওয়ায় কোন বাঁধা সৃষ্টি হয় না। তারপরেও স্থানীয় একটি কুচক্রী মহল প্রশাসনকে ভুল তথ্য দিচ্ছে। তারা বালু মহালটি দখলে নিতে না পেরে নানা দরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড় এখানে প্রতিদিন নৌ-যান আসেনা, কখনো কখনো ৬-৭ দিন পর পর বালু নিয়ে নৌকা আসে। তারা এখানে যে ক্ষতির কথা বলছে, তার সম্ভাবনা এই এলাকায় নেই বললেই চলে। তারা আরও বলেন, বালু মহালটিতে দুই থেকে আড়াইশর বেশি শ্রমিক কাজ করছে। এখানকার আয় দিয়ে তাদের সংসার চলে। যদি ষড়যন্ত্রকারীদের কারনে বালু মহালটি বন্ধ হয়ে যায়। তাহলে শ্রমিকরা পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তারা প্রশাসনের কাছে কারো ষড়যন্ত্রে বা প্ররোচণায় ড্রেজিং মেশিনটি উচ্ছেদ না করার দাবি জানান। এ ব্যাপারে বালু মহালটির পরিচালক বাদশা মোল্লা সময়ের কন্ঠস্বরকে বলেন, ১৩ বছর ধরে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু ব্যবসা করে আসছেন তারা। মাসে প্রায় ২ লাখ ঘনফুট বালু এখান থেকেই স্থানান্তর করা হয়। ড্রেজিং মেশিনের কারণে কখনো গেইটের কোনো ক্ষতি কিংবা নাব্যতা সংকটও হয়নি। প্রায় আড়াই মাস আগে প্রশাসনের লোকজন ড্রেজিং মেশিন গেইট এলাকা থেকে সরিয়ে নিতে বলেছেন। আমরা প্রশাসনের মৌখিক নির্দেশনা মেনে ড্রেজিং মেশিনটি নদীর একপাশে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছি। তারপরেও একটি মহল এটি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানক্ষেতে মিলল বিষধর রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা
ধানক্ষেতে মিলল বিষধর রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে ধানক্ষেত থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর একটি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয়েছে।

সেই নগ্ন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আমির
সেই নগ্ন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আমির

এঁকেবেঁকে বয়ে গেছে রেললাইন। সেই রেললাইনে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা আমির খান। তার শরীরে একটি সুতাও নেই।

পালিয়ে যাবার আগে বাংলাদেশে শেখ হাসিনার শেষ কয়েক ঘণ্টা কেমন ছিল?
পালিয়ে যাবার আগে বাংলাদেশে শেখ হাসিনার শেষ কয়েক ঘণ্টা কেমন ছিল?

রোববার বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টারা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে। বিক্ষোভারীদের প্রতিরোধের মুখে Read more

নওগাঁয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ
নওগাঁয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

'সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় নওগাঁয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত Read more

কক্সবাজারে পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু, নিখোঁজ ৫ 
কক্সবাজারে পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু, নিখোঁজ ৫ 

কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে ইসফাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচ জন। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন