সিরাজগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হোসাইনের লাশ সাত মাস মর্গে থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে লাশটি হস্তান্তর করে পুলিশ। জেলা শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন সময়ের কণ্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেন।আদালতে দাখিল করা আবেদনে নিহতের বাবা নজরুল জানান, তাঁর ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন। নজরুলের ধারণা, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে তাঁর ছেলেকে হত্যা করে লাশ নিজ বাড়ির শৌচাগারে লুকিয়ে রাখেন।আসিফের মামা শাহীন শেখ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট অন্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেন আসিফ। যাওয়ার সময় মাকে বলে যান, তিনি আন্দোলনের মিছিলে যাচ্ছেন। শহরের চৌরাস্তা মোড় এলাকায় তিনি মিছিলে অংশ নেন এবং অন্য ছাত্ররাও তাঁকে সেখানে দেখেছিলেন। কিন্তু দুপুরের পর থেকে তাঁর ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে অবগত এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় সাধারণ ডায়েরি করা হয়।পরদিন ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হেনরীর বাড়ির ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর মধ্যে একটি লাশ আসিফের বলে পরিবার থেকে দাবি করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনগণকে কবর দিয়ে আ.লীগ ক্ষমতায় থাকতে চায়: রিজভী
জনগণকে কবর দিয়ে আ.লীগ ক্ষমতায় থাকতে চায়: রিজভী

শেখ হাসিনা সরকার গোটা জনগণকে কবরস্থ করে ক্ষমতা দখলে রাখতে চান ব‌লে মন্তব‌্য কা‌রে‌ছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ন মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল Read more

কোপা আমেরিকায় যাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল 
কোপা আমেরিকায় যাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকার খুব বেশি সময় বাকি নেই। এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে গ্রুপ পর্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন