সাভারে ইটভাটা ভাঙার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করেছে ইটভাটার মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর দেড়টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এসময় ঢাকা- আরিচা মহাসড়কের উভয় পশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।মহাসড়ক অবরোধকারীরা জানান, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে সাভারে বেশ কয়েকটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেন উপজেলা প্রশাসন। আজ ভাটা ভাঙার প্রতিবাদে সেখানে শত শত মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা আর যেন নতুন করে ইটভাটা ভাঙ্গা না হয় সেজন্য প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।পরে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া দিয়ে সড়িয়ে দেন সেনাবাহিনী। পরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন, হাইকোর্টের নির্দেশ যে সাভার ও আশুলিয়ার যে সকল অবৈধ ইটভাটার আছে, অর্থাৎ যে ইটভাটা বৈধ কাগজপত্র নাই সেগুলোকে গুঁড়িয়ে দিচ্ছি। এআই
Source: সময়ের কন্ঠস্বর