জয়পুরহাটসহ সারাদেশে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জয়পুরহাটের উপজেলা ইট প্রস্ততকারী মালিক সমিতি। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে শহরের আমতলী থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লেবু, সহ-সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান, সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, ভাটা মালিক জাহিদ ইকবাল প্রমুখ।এসময় বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসতেছি। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ বা দায়দেনা করেছি । শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা, বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর একটি লিখিত স্মারক লিপি প্রদান করেন স্থানীয় নেতারা।এদিকে, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নিকটে জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডলের নেতৃত্বে প্রধান উপদেষ্টা, বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর একটি লিখিত স্মারক লিপি প্রদান করেন উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্যরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরস্কার পেলো ৩১ ‘হলদে পাখি’ 
পুরস্কার পেলো ৩১ ‘হলদে পাখি’ 

জাতীয় পর্যায়ে ‘হলদে পাখি’দের (১০ বছরের বালিকা) ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

আত্মবিশ্বাসে বড় রকমের চিড় ধরাল ভারত
আত্মবিশ্বাসে বড় রকমের চিড় ধরাল ভারত

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে আশার প্রদীপ টিমটিম করে জ্বলছে। যা নিভে যেতে পারে অচিরেই। 

পোশাক খাত থেকে রপ্তানি আয় ৮৪ শতাংশের বেশি: পাটমন্ত্রী
পোশাক খাত থেকে রপ্তানি আয় ৮৪ শতাংশের বেশি: পাটমন্ত্রী

জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশের অধিক দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পোশাক শিল্প খাত হতে অর্জিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন