নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলার ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের সঞ্চালনায় সভায় বক্তারা দেশের ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, অথচ সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।প্রধান বক্তা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরছে। জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, আইনের শাসন নেই, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার জন্য নানা চক্রান্ত করছে। কিন্তু জনগণ রাস্তায় নেমেছে, তারা তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করবেই।”প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “স্বাধীনতার চেতনা রক্ষায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে এই দুঃশাসন থেকে মুক্ত করা সম্ভব। জনগণের ঐক্যই পারে এই স্বৈরশাসনের অবসান ঘটাতে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্চে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন
মার্চে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে একটি সনদ তৈরির লক্ষ্য নিয়ে যে সূচনা বৈঠক করেছিলো তাতে বিএনপি Read more

‘চোখ বুঝলেই ভেসে উঠছে সেদিনের দৃশ্য’
‘চোখ বুঝলেই ভেসে উঠছে সেদিনের দৃশ্য’

‘গরিব ঘরের সন্তান। সংসারে একটু সচ্ছলতা ফেরাতে পড়াশোনার পাশাপাশি দুলাভাইয়ের সঙ্গে কাজে গিয়েছিলাম।

ধানমন্ডি ৩২-এ ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যে ইঙ্গিত দিলেন ন্যান্সি
ধানমন্ডি ৩২-এ ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যে ইঙ্গিত দিলেন ন্যান্সি

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে গত ফেব্রুয়ারি মাসে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বর্তমানে বাড়িটি Read more

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম পরিবর্তন
বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম পরিবর্তন

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীসহ তার মা ও ফুফার নামে বরিশালে নামকরণ করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন