বাংলা গানের ছক-ভাঙা শিল্পীদের মধ্যে অগ্রগণ্য কবীর সুমন প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে লিখেছিলেন ‘লোকটা নিজেই একটা গান, আস্ত একটা গান’। তার গায়কীর বৈশিষ্ট্য হলো যন্ত্রানুসঙ্গের ব্যবহার প্রায় করেনই না তিনি। কখনও তালি দিয়ে বা কখনও তুড়ি দিয়েই গান পরিবেশন করতেন তিনি, সঙ্গী ছিল তার হাতের নানা অঙ্গভঙ্গি।
তার গানের কথা এবং সুর– সবই ছিল সমাজ নিয়ে, মানুষকে ঘিরে।
Source: বিবিসি বাংলা