দেখতে ফুলকপির মত হলেও এটি মূলত পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি ব্রোকলি। এটি চাষাবাদের খরচ খুবই কম, এতে রয়েছে শরীরের জন্য প্রচুর উপকারীতা। তাই পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রোকলি চাষে চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষকদের আগ্রহ বাড়ছে। এবছর এসএসিপি প্রকল্প কর্তৃক গ্রীণ ক্রাউন জাতের ব্রোকলি পুরো উপজেলায় ৩টি প্রদর্শনী নিয়ে দুই একর জমিতে আবাদ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শতক জমিতে কৃষি অফিসের দেয়া প্রদর্শনিতে ব্রোকলি চাষকরে সফলতার মুখ দেখছেন কৃষক মোহাম্মদ মামুন। তিনি উপজেলার দক্ষিণ মিঠালার পূর্ব মলিয়াইশ এলাকার জয়নাল আবেদীনের পুত্র।সারেজমিনে দেখা যায়, চলতি মৌসুমে কৃষক মামুন নিজের চাষাবাদের প্রায় ৫০ শতক জমিতে ১৫’শ ব্রোকলি চারা চাষ করে ব্যাপক সাফল্য পান। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। এতে কোন কোন ব্রোকলির ওজন হয়েছে ৭০০-৮০০ গ্রাম। এসব ব্রোকলি বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা ধরে। সাইজ অনুযায়ী দামের পরিবর্তন হয়।কৃষক মামুনের বাবা জয়নুল আবেদীন বলেন, ব্রোকলি চাষে উপজেলা কৃষি অফিসরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বিক্রির দামটা যদি আরও বেশি পেতাম তবে আরও লাভবান হতে পারতাম।  কৃষক মোহাম্মদ মামুন জানান, গত বছর নিজেদের খাওয়া জন্য অল্পকিছু জায়গায় ব্রোকলি চাষ করেছিলাম। এতে আমার খুব ভালো ফলন হওয়ায় বানিজ্যিক ভাবে চাষাবাদের পরিকল্পনা করি। পরে উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী পেয়ে ৫০ শতক জমিতে চাষাবাদ করি। ফলন ভালো হয়েছে। এতে সর্বমোট খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকা। আশকরি ৪০-৫০ হাজার টাকা বিক্রি করতে পারবো।তিনি আরও বলেন, ব্রোকলির সাথে এখনকার মানুষ তেমন পরিচিত নয়। এতে অনেক সময় ক্রেতারা কিনতে আগ্রহী হয় না, তবে ভিন্ন হচ্ছে যারা ব্রোকলি সম্পর্কে জানে তারা দেখা যায় বিক্রির নির্ধারিত দাম থেকে বেশি দিয়ে কিনে নেয়। সাধারণ মানুষ ব্রোকলির সাথে পরিচিত হলে আরও অনেক ভালো দামে বিক্রি করে দিগুণ লাভ করা সম্ভব। তিনি ব্রোকলির পাশাপাশি বাঁধাকপি, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করেছেন।মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, ব্রোকলি একটি পুষ্টিকর সবজি। এতে এন্টি ক্যান্সার উপাদান রয়েছেসহ বিভিন্ন ভিটামিন রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।তিনি আরও বলেন, যেহেতু ব্রোকলি এখনও অনেকেই চিনে না, তারপরও এটার মোটামুটি চাহিদা রয়েছে। আমরা চেষ্টা করছি এটি চাষাবাদের পাশাপাশি বাজারজাত করন এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা মাঠ দিবস করছি। সেখানে এটা কেন খাবে, উপকারীতাসহ নানা বিষয়ে জনসম্মুখে আলোচনা করছি। আশাকরি আগামী বছর এর চাষাবাদের পরিমাণ আরও বাড়বে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরের সব থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ
মাদারীপুরের সব থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ

মাদারীপুরের সব থানায় ডিউটিতে ফিরেছেন পুলিশ সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেল থেকে দায়িত্ব পালন করতে শুরু করেছেন তারা।

পাবনায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
পাবনায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পাবনার কৃষকদের মাঝে।

দেশ আক্রান্ত হলে প্রতিহত করব: সেনাপ্রধান  
দেশ আক্রান্ত হলে প্রতিহত করব: সেনাপ্রধান  

দেশ বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেটা প্রতিহত করা হবে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

প্রথমবারের মতো ঢাকায় তিন দিনব্যাপী থাইরয়েড মেলা
প্রথমবারের মতো ঢাকায় তিন দিনব্যাপী থাইরয়েড মেলা

মেলা প্রসঙ্গে আয়োজকরা জানান, মেলায় থাইরয়েড রোগীদের কম মূল্যে সুচিকিৎসা এবং যাদের থাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে তাদের স্বল্প মূল্যে ও Read more

৫৮০ টাকায় গরুর মাংস বিক্রি করে প্রশংসিত সাইদুল
৫৮০ টাকায় গরুর মাংস বিক্রি করে প্রশংসিত সাইদুল

সারাদেশে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০-৭৫০ টাকা কেজিতে। সেখানে পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) ঝালকাঠির নলছিটিতে প্রতিকেজি গরুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন