ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও বাবা খেতা শাহ!

ময়মনসিংহের তারাকান্দায় ভক্তের বাড়িতে আশ্রয় নিয়ে ভক্তের স্ত্রী ও ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে খেতা শাহ নামের এক ভন্ড ফকির। তিন সন্তান ফেলে ফকিরের সাথে স্ত্রী চলে যাওয়ায় বিপাকে পড়েছেন শফিকুল ইসলাম (৩০) নামের ওই ফকির ভক্ত। এ নিয়ে আজ তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঐ ভক্ত।

শফিকুল ইসলাম জানান, আমার গুরু যে এত খারাপ তা বুঝতে পারেনি। সে একজন লম্পট ও প্রতারক। আমি ভুল বুঝতে পারছি। এ পীর খেতা শাহ তন্ত্রমন্ত্র করে এবং নানাভাবে ফুসলিয়ে, প্রলোভন দেখিয়ে আমার স্ত্রীকে দূরে কোথাও নিয়ে আত্মগোপনে রয়েছে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরবর্তী পোস্টে চোখ রাখুন –
আমরা জানাবো এ ভন্ডদের ধর্ম, বিস্বাস ও তন্ত্র মন্ত্র নিয়ে।

সম্পর্কিত সংবাদ
মোশারফ ভাইয়েরা আপনারা কি ভাবছেন ?

মোশারফ ভাইয়েরা আপনারা কি ভাবছেন ? রাষ্ট্র, মানবতা, নারী স্বাধীনতা, রাষ্ট্রীয় অভিনেতা না জনতা। জানি ধর্মীয় ভালোবাসা, আপনারো কমনা। ভঙ্গিমাই Read more

আপনি টাকা ব্যয় করলেন আর প্রাণীগুলো জীবন ত্যাগ করলো। এত বড় মহান ইবাদতটি যেনো ভোগ আর অহংকারে বিলিয়ে না যায়।

আপনি টাকা ব্যয় করলেন আর প্রাণীগুলো জীবন ত্যাগ করলো। এত বড় মহান ইবাদতটি যেনো ভোগ আর অহংকারে বিলিয়ে না যায়। Read more

মৃত্যুদণ্ড হতে পারে কি ?

মৃত্যুদণ্ড হতে পারে কি ? হাঁ, যতদূর জানা যায় - স্বপ্নের পদ্মা সেতুর নাট-বল্টু খোলা জনতা বায়েজিদকে মানব রচিত - Read more

সেদিন চার মাদ্রাসা ছাত্রকে হত্যা করে মোদিকে নিয়ে বাংলার ৫০ বছরের স্বাধীনতা উদযাপিত হয়েছিল – তবে — আপনাকে সে আজ স্বাগত জানানোর সময় পায়নি।

আপনি আজ প্রমান করে দিলেন হিন্দুস্তানী শাসক আমাদের তুচ্ছ মনে করে, আর আপনি তাকে আপনার সিংহাসনের খুঁটি মনে করেন। যখন Read more

তান্ত্রিকের তন্ত্র, ঠাকুরের মন্ত্র। ব্রিটিশের কোম্পানি শাসন, আজকের ডট কম। গণতন্ত্রের সংবিধান আর আমার স্রষ্টার বিধান।

তান্ত্রিকের তন্ত্র, ঠাকুরের মন্ত্র। ব্রিটিশের কোম্পানি শাসন, আজকের ডট কম। গণতন্ত্রের সংবিধান আর আমার স্রষ্টার বিধান। কোরআনের সাথে ইবলিশ খুবই Read more

একে একে মুসলিম নিপীড়ন, মসজিদ দখল, এগিয়ে যায় তাদের বেপরোয়া রাজনীতি- লক্ষ্য কি তাদের ?

একে একে মুসলিম নিপীড়ন, মসজিদ দখল, এগিয়ে যায় তাদের বেপরোয়া রাজনীতি- লক্ষ্য কি তাদের ?

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন