ভারতে সাত বছর আগে চালু হয়েছিল ‘গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স’ (জিএসটি) বা পণ্য ও পরিষেবা কর। এই মুহূর্তে আরও একবার বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে জিএসটি। এবার আলোচনার কেন্দ্রে থাকা পণ্যের মধ্যে একটা হলো পপকর্ন কারণ, তিনটে ভিন্ন ফ্লেভারের পপকর্নের উপর কর আলাদা।
Source: বিবিসি বাংলা