আগামী শনিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কিছু কিছু সড়কের বিকল্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিট পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়া-আসা করবেন। ওই এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে ওইদিন (শনিবার) ভোর ৪টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কার, মাইক্রোবাস, সিএনজি ও রিকশা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।বিকল্প সড়কগুলো হলো১. যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।২. যেসব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহন টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করবে।৩. যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর গোলচত্বর হতে মিরপুর-১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ হতে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে।৪. গাবতলী হতে ঢাকা মুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।৫. দারুসসালাম থানা এলাকা হতে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে।দিবসটিতে অনুষ্ঠান চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছে ডিএমপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন ১ লাখ ছাড়ালো
সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন ১ লাখ ছাড়ালো

সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে সোমবার (২৯ এপ্রিল)। এটাকে মাইলফলক হিসেবে বিবেচনা করছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জে ম্যাগজিন রিভলবারসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ম্যাগজিন রিভলবারসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১। মঙ্গলবার (০৪ মার্চ) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকা থেকে মেহেদী হাসান Read more

আমার বাবারে মারলো ক্যান, কার কাছে বিচার দিমু?
আমার বাবারে মারলো ক্যান, কার কাছে বিচার দিমু?

আমি ক্যামনে এই যন্ত্রণা সহ্য করবো। আমার তো একটাই মানিক আছিল, খোদা। আমার এই সন্তান ছাড়া তো আর কেউ নাই। Read more

ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ৩
ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ৩

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের দুঃসাহসিক এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ  তিন ব্যক্তিকে গ্রেফতার  করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন