“গ্রামের পাশে একটা খাল আর খালের পাশেই বাড়ি ছিল,” এভাবেই ৮০ বছর আগে ফেলে আসা পিরোজপুরের হারজি গ্রামের কথা একটি ফেসবুক পাতার পোস্টে লিখেছিলেন ভারতীয় একজন নারী, যা ছিল তার মায়ের বাবার বাড়ি। কাজটা একরকম ‘খড়ের গাদায় সুঁচ খোঁজার’ মতো হলেও মাত্র ১৮ দিনের মাথায় পাওয়া যায় ফেলে আসা বাড়ির সন্ধান।
Source: বিবিসি বাংলা