নওগাঁয় এক রাতেই সদর আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের ৫টি নির্বাচনী ক্যাম্পে আগুন-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থকদের বিরুদ্ধে। এছাড়াও নওগাঁ-১ আসনের নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ১টি নির্বাচনী ক্যাম্পে আগুন-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।রবিবার (২৪ ডিসেম্বর) সদর আসনের বক্তারপুর ইউনিয়নের চকতারতা মোড়, মুক্তারপাড়া মোড়, হাল ঘোষ পাড়া মোড়, তিলকপুর ইউনিয়নের ছিটকীতলা মোড় পৌর শহরের কালিতলা এলাকায় ও নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।নওগাঁ সদর আসনের নৌকার সমর্থকদের দাবী, আওয়ামী লীগের প্রয়াত সাধারন সম্পাদক আব্দুল জলিলের পুত্র হওয়ায় নিজাম উদ্দিনের জনপ্রিয়তা অনেক বেশী। আসন্ন নির্বাচনে আবারও তিনি বিজয়ী হবেন জেনে নৌকার সমর্থকদের উপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করতে এক রাতে নৌকার ৪টি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থকরা এসব ঘটনা ঘটিয়েছে।নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকার সমর্থকদের উস্কে দিতে যা যা করা দরকার করছেন স্বতন্ত্র প্রার্থী শিষাণের সমর্থকরা। বিপরীতে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন শান্তি বজায় রেখে প্রচার প্রচারণা করে যাচ্ছেন। রবিবার নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময়ে শিষাণের সন্ত্রাসী কর্মকান্ড আমরা তুলে ধরেছি। তাৎক্ষণিক শিষাণকে সাবধান করে দিয়েছেন নির্বাচন কমিশন। অথচ ওই রাতেই তাঁর সমর্থকরা আরও বেশি বেপরোয়া হয়ে নৌকার বিভিন্ন ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। এসব ঘটনায় স্থানীয় থানা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় পরাজয় নিশ্চিত জেনে নোংরা রাজনীতির খেলায় মেতেছে নৌকা প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকরা। নিজেরাই নিজেদের নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে নাটক সাজাচ্ছে। প্রতিনিয়ত আমার সমর্থকদের হুমকি ধামকি দেওয়া অব্যাহত রেখেছে নৌকার সমর্থকরা। তাঁদের অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।এদিকে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, রাতের অন্ধকারে কে বা কাহারা নৌকার এই ক্যাম্পটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সময় কাউকে চিহ্নিত করা যায়নি। এই রকম ঘটনা নওগাঁ-১ আসনের বাকি দুই উপজেলাতেও ঘটেছে। নিতপুরের আগুন দেওয়ার ঘটনায় যেহেতু কাউকে চিহ্নিত করা যায়নি তাই কারও নাম এখানে সন্দেহভাজন ভাবে বলা যাবে না। তবে এই ঘটনায় থানায় অভিযোগ এর প্রস্তুতি চলছে।নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, রাতের আধাঁরে নৌকার পাঁচটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত
যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বিএ.২.৮৬ -এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস নেই। শুক্রবার ইউকে হেলথ সিকিউরিটি Read more

ঘূর্ণিঝড় মিধিলি: ফেনীতে আমন ধানের ক্ষতির শঙ্কায় কৃষক
ঘূর্ণিঝড় মিধিলি: ফেনীতে আমন ধানের ক্ষতির শঙ্কায় কৃষক

ঘূর্ণিঝড় মিধিলির কারণে ফেনীতে সন্ধ্যা থেকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, ধূমপান ও মাদক রোধে আইনের কঠোর প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে।

বিএমআরই কাজে মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে ১২ মাস
বিএমআরই কাজে মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে ১২ মাস

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের বিএমআরই প্রকল্পের কাজ করবে। এ কারণে কোম্পানিটির উৎপাদন ১২ মাস বন্ধ থাকবে। Read more

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের শেষ ষোলোর লাইন-আপ চূড়ান্ত
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের শেষ ষোলোর লাইন-আপ চূড়ান্ত

জয় পেয়েছে বৈশাখী টেলিভিশন, ৭১ টেলিভিশন, এখন টেলিভিশন, ঢাকা ট্রিবিউন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি স্টার, এটিএন নিউজ ও দৈনিক সমকাল।

বিএনপির আরও দুই নেতার কারাদন্ড, দলের অন্যদের কী অবস্থা?
বিএনপির আরও দুই নেতার কারাদন্ড, দলের অন্যদের কী অবস্থা?

বিএনপি থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত চার মাসে দলের দেড় হাজারের বেশি নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। যার মধ্যে দশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন