ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সৎ সাহস থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। কিন্তু বিজয় দিবসকে পাল্টে দিয়েছে সরকার। তারা এখন দিবসটিকে পরাজয় দিবসে পরিণত করেছে। আমরা রাজপথে আছি এবং থাকব।আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে যৌথভাবে শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।ড. আব্দুল মঈন খান বলেন, আমরা ৫২ বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম। সেই বিজয় দিবসকে সরকার পরাজয় দিবসে পরিণত করেছে। কারণ স্বাধীনতা যুদ্ধকালে আমাদের মূলমন্ত্র গণতন্ত্র হত্যা করেছে সরকার। আজও দেশে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নেই। সরকার দেশের অর্থনীতি লুটপাট করেছে।ড. আব্দুল মঈন খান আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করে প্রতিবাদী মানুষকে জেলে পুরে রেখেছে এই সরকার। এভাবে তারা বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে। সরকারের সৎ সাহস থাকলে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। যেমনটি ১৯৯৬ সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে ঘোষণা দিয়েছিলেন।বিএনপির এই নেতা বলেন, আজকে সরকার নাকি দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিন। তবেই দেখা যাবে জনগণের কাছে কে জনপ্রিয়? এখন যেভাবে নির্বাচনের সিট ভাগাভাগি চলছে তাকে নির্বাচন বলে না। এটা পৃথিবীর কোথাও নেই। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আসুন আমরা সবাই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ২টা ১৯ মিনিটে বিজয় শোভাযাত্রা শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি কাকরাইল মোড় ঘুরে শান্তিনগরে গিয়ে শেষ হয়। ডিএমপি শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে বিএনপিকে।শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, নিতাই রায় চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ড. এবিএম ওবায়দুল ইসলাম, কামরুজ্জামান রতন, তাইফুল ইসলাম টিপু, কাদের গণি চৌধুরী, বজলুল করিম চৌধুরী আবেদ, হাসান মামুন, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক কামরুল আহসান, প্রকৌশলী মাহবুব আলমসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, মৎস্যজীবী দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিথ্যা ঘোষণায় আমদানিকৃত চিংড়ি মাছ জব্দ
মিথ্যা ঘোষণায় আমদানিকৃত চিংড়ি মাছ জব্দ

মিথ্যা ঘোষণায় ভারত থকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাক থেকে বিপুল পরিমাণ চিংড়ি মাছ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তরা।

গাড়ি ভাঙচুর: বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড
গাড়ি ভাঙচুর: বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

দশ বছর আগে রাজধানীর শ্যামপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর Read more

জাবি ৫০ বল ক্রিকেটের দ্বিতীয় আসর শুরু
জাবি ৫০ বল ক্রিকেটের দ্বিতীয় আসর শুরু

সেই বন্ধন থেকেই বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীরা ২০২২ সালে আয়োজন করেছিল ‘জাবি ৫০ বল ক্রিকেট টুর্নামেন্ট।’

রং-তুলির মাধ্যমে নিরাপদ সড়কের দাবি তুলে ধরল শিশুরা
রং-তুলির মাধ্যমে নিরাপদ সড়কের দাবি তুলে ধরল শিশুরা

‘নিরাপদ সড়ক, নিরাপদ আমি’ শীর্ষক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রং-তুলির মাধ্যমে নিরাপদ সড়কের Read more

সাভারের মাহবুবা আজো শরীরে বয়ে বেড়াচ্ছেন ১৭৯৭টি স্প্লিন্টার 
সাভারের মাহবুবা আজো শরীরে বয়ে বেড়াচ্ছেন ১৭৯৭টি স্প্লিন্টার 

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন সাভারের মাহবুবা পারভীন।তিনি এখনও শরীরে বয়ে Read more

বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব
বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন