কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ‘বস্তায় আদা’ চাষ। যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। আম বাগান ও বসতবাড়ির আঙিনায় ছায়াযুক্ত পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ করা যায় বলে খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের। বসতবাড়ির আশপাশে বিভিন্ন গাছ-গাছালির নিচেও; চাষ করা যায় আদা। মাটি, সার আর বীজ মিলে প্রতি বস্তায় কৃষকদের খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। আর প্রতি বস্তায় মিলছে দুই থেকে আড়াই কেজি আদা। প্রথমবারের মত জেলায় বেশকিছু কৃষক আদা চাষে এই পদ্ধতি ব্যবহার করে সফলতার আশা করছেন।  চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুরো জেলাজুড়ে ৯টি প্রদর্শনীতে ৪৫০ বস্তায় আর প্রকল্পের  বাইরে  ১৯২৫ বস্তায় আদা চাষ  হচ্ছে।আদা চাষিরা বলছেন, এভাবে বস্তায় আদা চাষে পারিবারিক চাহিদা পুরণের পাশাপাশি আমদানি নির্ভরতাও কমানো সম্ভব। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে জেলার আমবাগানগুলোতে এভাবে আদা চাষ হতে পারে বেকার যুবকদের নতুন কর্মসংস্থানের জায়গাও। বস্তায় আদা চাষ খুবই সহজ। আবার অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় এটি দেখার পরে আগ্রহী হচ্ছেন অন্যরাও।পরীক্ষামূলকভাবে ২২২ বস্তায় আদা চাষের বিষয়ে চাষি নাজমুল হকের কাছে তার অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি কৃষি অফিসে প্রশিক্ষণ নিয়ে তাঁদের সহযোগিতায়  ২২২ বস্তায় এবার  প্রথম আদা চাষ করেছি। আমার প্রতি বস্তায় ৫০ টাকা করে খরচ হয়েছে। আশা করছি বস্তা প্রতি ২ থেকে আড়াই কেজি করে আদা পাবো। যাতে করে আমার পরিবারের চাহিদা মিটিয়ে  এবছর এক লাখ টাকা কামাতে (আয় করতে) পারবো।এই চাষি আরও বলেন, বস্তায় আদা চাষ যেহেতু নতুন একটি পদ্ধতি; তাই এটা দেখতে ও শিক্ষতে অনেকেই আমার বাগানে আসছে। আমি তাদের চাষের বিষয়ে শিক্ষিয়ে দিচ্ছি। বেকার তরুণদের অল্প পুঁজিতে টাকা আয় করার বড় একটা সুযোগ আদা চাষ। তাই আমি বলবো আমের বাগান এবং পতিত জমিতে আদা চাষ করতে।কৃষিবিদরা বলছেন, কৃষি জমির সংকটসহ নানা কারণে কৃষকরা মসলা জাতীয় ফসলের উৎপাদন কমিয়ে দিয়েছে। সরকারি সহায়তার মাধ্যমে মসলা চাষে উদ্বুদ্ধ করা গেলে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি কমবে আমদানি ব্যয়। যা ভূমিকা রাখবে জাতীয় অর্থনীতিতেও। বস্তায় আদা চাষের বিষয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করা ছাড়াও কৃষি বিভাগ উন্নত জাতের আদার বীজ সরবরাহ করছে। এছাড়া নিয়মিত মনিটরিং, পরামর্শসহ আগ্রহী চাষিদের প্রশিক্ষণ দিচ্ছেন। এতে ভালো ফলন পাচ্ছে বলেও জানান তিনি।  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, এ বছর পরীক্ষামূলকভাবে ৩টি উপজেলায় শুরু হলেও; পযার্য়ক্রমে অন্য উপজেলাগুলোতেও বস্তায় আদা চাষে কৃষকদের সম্পৃক্ত করা হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাঁস মারাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, টর্চলাইটের আঘাতে প্রাণ গেল নারীর
হাঁস মারাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, টর্চলাইটের আঘাতে প্রাণ গেল নারীর

যশোরের শার্শায় হাঁস মারাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিবেশীর টর্চলাইটের আঘাতে জহুরা বেগম (৪২) নামের এক নারী নিহত হয়েছেন।

পর্যটক হওয়ার কয়েকটি উপায়
পর্যটক হওয়ার কয়েকটি উপায়

আপনি কী অ্যাডভেঞ্চার ট্যুরিজমের দিকে যাবেন নাকি ক্যাম্পিংয়ে বের হবেন? প্রথমে সেটা ঠিক করুন। তবে শুরুতে দূরে ট্রেকিংয়ে না যাওয়া Read more

কুবিতে স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন
কুবিতে স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের জন্য নির্মিত হয়েছে স্পোর্টস কমপ্লেক্স।

জনগণ সরকারের সঙ্গে নেই: মান্না
জনগণ সরকারের সঙ্গে নেই: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করেছে, জনগণ সরকারের সঙ্গে নেই।

‘গ্যাস বাবুর’ তথ্যে মিন্টুর নাম এসেছে: ডিবি 
‘গ্যাস বাবুর’ তথ্যে মিন্টুর নাম এসেছে: ডিবি 

ডিএমপি ডিবি প্রধান বলেন, এ ঘটনায় মূল ঘাতক শিমুল ভূঁইয়াসহ ৩ জনের দেওয়া জবানবন্দীতে গ্যাস বাবুর নাম এসেছে। গ্যাস বাবুকে Read more

নৌকাডুবে নিখোঁজ, দুই দিনেও উদ্ধার হয়নি ২ শিশু
নৌকাডুবে নিখোঁজ, দুই দিনেও উদ্ধার হয়নি ২ শিশু

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজের দুই দিন পরেও দুই শিশু উদ্ধার হয়নি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন