কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত তিন কর্মী আহত হয়েছেন। এতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদ–সংলগ্ন গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- বিএনপির স্থানীয় কর্মী হামিদুল, আরিফ ও টিপু। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পুলিশ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, ওয়ার্ড কমিটি গঠনের জন্য ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সমন্বয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভোটার তালিকা তৈরির প্রস্তুতি বিষয়ে ধরমপুর ইউনিয়ন পরিষদে বৈঠকে চলছিল। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। সেখানে সার্চ কমিটির সদস্য ও দলটির নেতা রবিউল ইসলাম সরকার, আসাদুজ্জামান মিঠু, শামসুল ইসলামসহ অন্য সদস্যরা ছিলেন। একপর্যায়ে রবিউল ও আসাদুজ্জামানের সঙ্গে শামসুল ও তার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বৈঠকের শেষ মুহূর্তে হঠাৎ ইউনিয়ন পরিষদ–সংলগ্ন গরুর হাট এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের লোকজন দুদিকে অবস্থান নিয়ে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে জড়ান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেনাবাহিনীকে খবর দেয়। দিবাগত রাত ১২টার দিকে সেনাসদস্যেরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিএনপি নেতা শামসুল গণমাধ্যমকে বলেন, ‘ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হওয়ার কারণেই পরিকল্পিতভাবে এই নাটক শুরু হয়েছে। মিটিং শেষে আসাদুজ্জামান মিঠু আমাকে গাড়িতে তুলে দিয়েছেন। আমি চলে আসার পরই মূলত এই ঘটনা ঘটেছে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ওই ঘটনা আসাদুজ্জামান, রবিউল আর ধরমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নান্টুর নেতৃত্বে ঘটেছে। তারা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আকাশের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন।’ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ওই সংঘর্ষের ঘটনায় একজনের কনুইয়ে গুলির আঘাত দেখা গেছে।সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে গুলির ৫টি খোসা ও ৪টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান, ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে বুধবার সকাল পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের শান্তি নিশ্চিত করতে 'কোয়ালিশন অফ উইলিং' বা একটি জোট গঠনে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধের অবসান ও Read more

ভোটাধিকারের জন্য দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছি: টিপু
ভোটাধিকারের জন্য দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছি: টিপু

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী Read more

রামগড় পৌর এলাকায় রাস্তায় ভাঙ্গন, ৫০ পরিবার ঝুঁকিতে
রামগড় পৌর এলাকায় রাস্তায় ভাঙ্গন, ৫০ পরিবার ঝুঁকিতে

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় একটি সড়কে ভাঙ্গন সৃষ্টি ও চলাচলে অনুপযুক্ত হওয়ায় সীমাহীন জন দুর্ভোগ তৈরি হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে Read more

বগুড়ায় জুয়ার আসর থেকে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ায় জুয়ার আসর থেকে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে জুয়া খেলার সময় কৃষক লীগের নেতা আনোয়ার হোসেন (৪৭) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) রাতে শেরপুর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন