চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির প্রবত চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজারে প্রবীর চৌধুরীর একটি ফার্মেসী রয়েছে। রাতে ওই পল্লী চিকিৎসক প্রকাশ্যে হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.) কে আপত্তিকর মন্তব্য করেন। তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর রাত আনুমানিক ১১টা থেকে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।খবর পেয়ে তাৎক্ষণিক বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম এবং বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন ও অভিযুক্ত প্রবীর চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।রাত ১২টার দিকে অভিযুক্ত প্রবীর চৌধুরীকে সেনাবাহিনীর টহল টিম আটক করে বাঁশখালী থানায় হস্তান্তর করেন। তাকে আটকের খবরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আবারও মিছিল সহকারে থানার সামনে এসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ‘কটূক্তিকারী প্রবীর চৌধুরীর বিচার চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে থাকে।এ সময় উত্তেজিত জনতাকে সামাল দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং সেনাবাহিনীর বাঁশখালীতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম জানান, ‘প্রিয় নবীর অবমাননা কখনোই সহ্য করবো না।’ স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে একজন মুসলিম হিসেবে তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি অবগত করি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি নিজে গিয়ে জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছি।এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত প্রবীর চৌধুরী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।’ তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাকে এখনও পর্যন্ত থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে গণহত্যা দিবস পালিত
বিরামপুরে গণহত্যা দিবস পালিত

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল Read more

মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ শিক্ষক গ্রেফতার
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ শিক্ষক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ এক শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।  শুক্রবার (১২ এপ্রিল) Read more

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দলীয় রাজনীতি’ বন্ধ হলে সমন্বয়করা কি কার্যক্রম চালাতে পারবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দলীয় রাজনীতি’ বন্ধ হলে সমন্বয়করা কি কার্যক্রম চালাতে পারবে?

দলীয় রাজনীতি যদি বন্ধ হয়েই যায়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তাদের ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম বহাল রাখতে পারবে কি? Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন