ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকা সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিল এবং এই ৭টি কলেজ নিয়ে আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।আন্দোলনের মুখে এই ৭টি কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয় নির্ধারণ এবং কলেজগুলোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ প্রতিষ্ঠান বিনির্মানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব প্রদান করে সরকার।ইউজিসির নেতৃত্বাধীন একটি কমিটি দীর্ঘ ৫ মাস ধরে কাজ করছে সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে।এর মধ্যে প্রতিষ্ঠানটি ৭ কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি প্রস্তাব করেছে। পাশাপাশি ৭ কলেজের অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিতকরণ এবং সাত কলেজের সমন্বয়ে গঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তরান্বিতকরণের উদ্দেশ্যে ঢাকা কলেজের অধ্যক্ষকে ৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়।তবে ৭ কলেজের শিক্ষার্থীরা বলছেন, এখন পর্যন্ত নাম প্রস্তাব এবং অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা ব্যাতীত তেমন দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এ নিয়ে কিছুটা ক্ষুব্ধও তারা।’ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠার জন্য দ্রুত অধ্যাদেশ জারি করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, আগামী ১৬ জুনের মধ্যে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে নামবেন। তবে এবার জনদুর্ভোগ এড়াতে শিক্ষার্থীরা রাস্তার বদলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি দিতে পারেন বলে জানিয়েছেন তারা।এদিকে, গত শনিবার (১৭ মে) সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দবি উল্লেখ করেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠন, দুই(২) কার্যদিবসের মধ্যে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার উদ্যোগ গ্রহণ, ৫ কার্যদিবসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ এবং এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা।শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে দুইদিন পর (১৯ মে) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসকে ৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলে তারা নতুন করে আর কোনো কর্মসূচি প্রদান করেন নি। তবে বাকি চার দফা দাবির কোনো অগ্রগতি নেই। দুইদিনের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিবিজ্ঞপ্তি প্রকাশ এবং পাঁচদিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের দাবি করা হলেও এখন পর্যন্ত তা প্রকাশিত হয়নি।মূলতঃ এসব কারণেই আবার আন্দোলনে নামার বিষয়টি সামনে আসছে।শিক্ষার্থীরা বলছেন, অধ্যাদেশ জারির বিষয়ে তাদের দেয়া আল্টিমেটাম অনুযায়ী একমাস অপেক্ষা করবেন তারা। এর মধ্যে কোনো অগ্রগতি দৃশ্যমান না হলে পুনরায় কঠোর কর্মসূচিতে যাবেন।আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে বাঙলা কলেজের শিক্ষার্থী ও ৭ কলেজ আন্দোলনের প্রতিনিধি শাহাদাত হোসাইন বলেন, “অধ্যাদেশ সময়সাপেক্ষ বিষয়, এখানে আইন সংক্রান্ত জটিলতা রয়েছে। আমরা কর্তৃপক্ষকে যৌক্তিক সময় দিতে চাই, এর মধ্যে তারা রূপরেখা প্রকাশ করুক। তাও যদি না করে, তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করবো।”৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসন চলমান শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করছে উল্লেখ করে শাহাদাত বলেন, ‘যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের সব ধরনের একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুয়া নির্বাচনে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
রুয়া নির্বাচনে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল Read more

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ Read more

সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালের নাটকীয়তায় ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। তবে এবার ভারত অংশ না Read more

হাসপাতালে মোহনলাল
হাসপাতালে মোহনলাল

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলালকে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন