পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাবন্দিদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকাসহ বিভাগের ১৭টি কারাগারে এসব আয়োজনের তদারক করছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।বৃহস্পতিবার (০৫ জুন) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ঈদের আগের দিন কারাগার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, দুস্থ বন্দিদের মধ্যে নতুন পোশাক বিতরণ, কিরাত, আজান, সিরাত ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।ঈদের দিন বন্দিদের জন্য পরিবেশিত হবে উন্নতমানের খাবার—দুপুরে থাকবে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, কোমল পানীয়, সালাদ, মিষ্টান্ন, পান-সুপারি। দিনের শুরুতে নাশতায় থাকবে পায়েস ও মুড়ি। এ ছাড়া তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার একটি বন্দিদের জন্য এবং দুটি কারা স্টাফদের জন্য। ঈদের দিন আত্মীয়স্বজনদের হাতে সুভেনির ও উপহারও পৌঁছে দেওয়া হবে আরপি গেটের মাধ্যমে। ঈদের দ্বিতীয় দিন আত্মীয়দের পাঠানো খাবার বন্দিদের মধ্যে বিতরণ করা হবে। তৃতীয় দিন আয়োজন করা হবে “প্রিজন ম্যারাথন-২০২৫”। এতে অংশ নেবেন কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুদ বলেন, বন্দিদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাবার ও আনন্দ আয়োজন থাকবে। একইসঙ্গে সারাদেশের কারাগারগুলোতেও বন্দিদের ঈদের আনন্দে অংশ নিতে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।ঢাকা বিভাগের আওতাধীন কারাগারগুলোর মধ্যে রয়েছে: ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জন পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ মুখ্য সংগঠক Read more

প্রয়োজনীয় সংস্কার ‌শে‌ষে নির্বাচনের দা‌বি
প্রয়োজনীয় সংস্কার ‌শে‌ষে নির্বাচনের দা‌বি

আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, পাচারকৃত টাকা ফেরত আনা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠাসহ প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের জন‌্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন