টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। অলোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকায় দায়িত্বপ্রাপ্ত এই সরকারি কর্মচারী নিয়মিত টিকাদান কেন্দ্র বা কমিউনিটি ক্লিনিকে অনুপস্থিত থাকেন। স্থানীয়দের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্তব্য এড়িয়ে চললেও নিয়মিত বেতন উত্তোলন করে যাচ্ছেন।সর্বশেষ গত ২৮ মে সরেজমিনে নলুয়া গ্রামের টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিশুদের দুই দিনব্যাপী টিকাদান কার্যক্রমে একাই দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য সহকারী বিলকিস খাতুন। অথচ সেখানে নুরুরও দায়িত্ব পালনের কথা ছিল। স্থানীয় প্রায় ৩০ জন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউই নুরুকে চেনেন না এবং কখনো তাকে সেবাদানে উপস্থিত দেখেননি। ফলে অনেকেই তাকে চিনেনও না।স্বাস্থ্য সহকারীর দায়িত্ব কেবল টিকা দেওয়ায় সীমাবদ্ধ নয়। তাকে সপ্তাহে কমপক্ষে দুই দিন কমিউনিটি ক্লিনিকে সেবা বিষয়ক পরামর্শ দিতে হয়। সেইসঙ্গে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, কিশোরীদের স্বাস্থ্যসেবা এবং যক্ষ্মা ও ডায়রিয়া রোগী শনাক্তের কাজও তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এসব কাজেও তার কোনো অংশগ্রহণ নেই বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়দের মতে, নুরু একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ হওয়ায় কাউকে তোয়াক্কা করেন না। অধিকাংশ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে আড্ডায় সময় কাটান। তাদের প্রশ্ন, উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এতদিন ধরে এমন দায়িত্বে গাফিলতি কীভাবে সম্ভব?জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল কাইয়ুমকে ম্যানেজ করে নুরুল ইসলাম নুরু দীর্ঘদিন ধরে এভাবে অফিস ফাঁকি দিয়ে বেতন উত্তোলন করে যাচ্ছেন।নলুয়া টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী বিলকিস খাতুন মুঠোফোনে জানান, ‘নুরু ভাই কেন্দ্রে এখনও আসেননি। তিনি রাস্তায় আছেন আসছেন।’ এরপরই কেন্দ্রে গিয়ে বিলকিসের ভিডিও বক্তব্য চাইতেই তিনি বলেন, ‘নির্ধারিত সময় থেকেই একাই টিকা দিচ্ছি শিশুদের। নুরু ছুটিতে আছেন বলে জেনেছি।’অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরু বলেন, ‘ওইদিন ভাতিজা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই ছুটি নিয়েছিলাম। এছাড়া আমি নিয়মিতই স্বাস্থ্যকেন্দ্রে যাই, সবাই জানে।’উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল কাইয়ুম বলেন, ‘নুরু তিন দিনের ছুটিতে আছেন। তিনি নিয়ম মেনে কেন্দ্রে যান।’ যদিও তিনি নুরুর ছুটির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সোবাহান বলেন, ‘আপনারা কবে গিয়েছিলেন? তিনি সেদিন ছুটিতে ছিলেন। আমার বক্তব্য এতটুকুই।’উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২ সেপ্টেম্বর উপজেলার ৭নং ওয়ার্ডের রেহাইগাবসারা এলাকার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পাওয়া যায়। ওই ক্লিনিকে দায়িত্বে থাকা নুরুল ইসলাম নুরু দীর্ঘদিন রোগীদের মাঝে ওষুধ বিতরণ না করে নিয়মিতভাবে তা স্থানীয় ফার্মেসিতে বিক্রি করতেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। পরে তাকে সেখান থেকে বদলি করা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে উপজেলা পরিষদের মাঠ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
শায়েস্তাগঞ্জে উপজেলা পরিষদের মাঠ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ লাশটি Read more

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৭ জন
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৭ জন

সৌদিআরবে হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে এই তথ্য পাওয়া গিয়েছে।নিহতরা হলেন- Read more

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেলের ঢল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেলের ঢল

উত্তরবঙ্গবাসীর ঈদ যাত্রায় গণপরিবহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। এতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন ঘরমুখো মানুষজন। এতে পিছিয়ে নেই মোটরসাইকেল আরোহীরাও।সরেজমিনে Read more

এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ
বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন