রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।আড়ানী চকসিংগা গ্রামে অভিযান চালিয়ে নিমাই মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫) এবং জফির উদ্দিনের ছেলে জুয়েল মাহমুদ ওরফে জিয়াকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনা সরদারপাড়া (নূরনগর) গ্রামে অভিযান চালিয়ে আলম হোসেনের ছেলে টনি ইসলাম (১৯) এবং খাগড়বাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে লামিমুল ইসলাম ওরফে মৃদুল (১৭) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে মঙ্গলবার (২৬ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে?
ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে?

"একই আন্দোলন এবং একই উৎস থেকে তৈরি হওয়ায় তারা কতটা আলাদা থাকবে কিংবা রাজনীতির ক্ষেত্রে শেষ পর্যন্ত একে অপরের পরিপূরক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন