মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। রোববার (২৬ মে) বিকেল ৪টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আর্থিক সহায়তা বিতরণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে আরও পদক্ষেপ নেওয়া হবে।প্রসঙ্গত, গত ১৬ মে শ্রীনগর বাজারের শতাধিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ মালামাল। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার উদ্যোগ নেয় প্রশাসন।এমআর
Source: সময়ের কন্ঠস্বর