জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে কাজ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন মিরপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান।  বৃহস্পতিবার (২২ মে)  রাতে বিভিন্ন সময়ে হারানো ও পকেটমার কর্তৃক চুরি যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরকালে এসব কথা বলেন তিনি। সাজ্জাদ রোমান বলেন, থানায় আগত সেবা প্রার্থীদেরকে দ্রুতসময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি সেবা দিতে মিরপুর মডেল থানা পুলিশ সবসময় প্রস্তুত। প্রকৃতপক্ষে পুলিশ জনগণের বন্ধু। জনসাধারণের মাঝে পুলিশের প্রতি সেই আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছি। মিরপুরবাসীর জন্য মিরপুর মডেল থানা পুলিশের দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে। এসময় ওসি আরো বলেন, আমি মিরপুর মডেল থানা পুলিশের ওসি হিসেবে শুধুমাত্র আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রকৃতপক্ষে থানার মালিক আমি নই। থানার মালিক মিরপুরের সর্বস্তরের জনগণ- আপনারা। যেকোনো সময় যেকোনো সেবাপ্রার্থী সকল রকম দ্বিধাদ্বন্দ্ব পায়ে ঠেলে সরাসরি থানায় চলে আসবেন। কাঙ্খিত সেবা পেতে কোনোরূপ ব্যত্যয় ঘটলে আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন।সবসময় সকল সমস্যা সমাধান পুলিশের একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা উল্লেখ করে ওসি আরো বলেন, সেক্ষেত্রে সচেতন মহলের প্রয়োজনীয় সহযোগিতার প্রয়োজন পড়ে। ফলে অসংগতি কিংবা প্রয়োজনীয় তথ্য প্রদান করে পুলিশকে সহায়তা করতে এলাকার সচেতন মহলকে সচেষ্ট থাকার পাশাপাশি এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি থানা পুলিশকে সার্বিক সহযোগীতা করার  উদাত্ত আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।এসময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ
চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ

ঈদুল আজহার কোরবানির পর দেশের বিভিন্ন স্থানে চামড়া ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা নতুন নয়। তবে এবার চট্টগ্রামে এ চিত্র আরও করুণ ও Read more

নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত কালো জাদু করায় তিনি এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন