শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ নাগরিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার শ্রম আদালত। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার (২১ মে) সকালে এই রায় ঘোষণা করেন সম আদালতের আদালতের চেয়ারম্যান কুমিল্লার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান। মামলা সূত্রে জানা যায়, ব্রিটিশ নাগরিক জর্জ এডউইন কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা এলাকায় অবস্থিত তেল ও প্রাকৃতিক গ্যাসভিত্তিক কোম্পানি ‘তাল্য বাংলাদেশ লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের জিএম হিসেবে কর্মরত৷ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রমিকদের নির্ধারিত ৮ ঘণ্টার পরিবর্তে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করানো, শ্রমিকদের কল্যাণ তহবিল ও অংশ্রগ্রহণ তহবিল শ্রম আইন অনুসারে পরিচালিত না হওয়াসহ বাংলাদেশের শ্রম আইনের সাথে সাংঘর্ষিক রেখে কাজ করানোর অভিযোগে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষে চলতি বছরের ১১ মার্চ মামলাটি দায়ের করা হয়। পরে, শুনানীতে শ্রম আইন ২০০৬-এর ৩০৩ এর ঙ, ৩০৭ এবং ৩১২ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷  এদিকে, শুনানিতে প্রতিষ্ঠানটির জিএম জর্জ এডউইন দায় স্বীকার করে নেয় এবং আদালতের আদেশ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করে দেয়। মামলার তথ্য নিশ্চিত করেন শ্রম আদালতের হিসাবরক্ষক রাহিদ হাসান। তিনি জানান, এর আগে প্রতিষ্ঠানটিকে শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে লিখিতভাবে নোটিশ প্রদান করা হয়েছিল। এদিকে, শ্রমিক অধিকার সংরক্ষণে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। তারা মনে করেন, এই রায়ের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। শ্রমিকদের অধিকার রক্ষায় এ ধরনের নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরদার করা জরুরি।এ বিষয়ে কুমিল্লা অঞ্চলের কয়েকজন শ্রমিক নেতা জানান, শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানো তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। আদালতের এই সিদ্ধান্ত শ্রমিকবান্ধব প্রশাসনের পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন তারা। এছাড়াও, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এমন উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন তারা৷ ভবিষ্যতেও এভাবে শ্রমিকদের পাশে থাকার আহবান করেছেন তারা৷এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাবাহিনী নিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদন মিথ্যা ও বানোয়াট: আইএসপিআর
সেনাবাহিনী নিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদন মিথ্যা ও বানোয়াট: আইএসপিআর

ভারতের ইন্ডিয়া টুডে’তে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে প্রতিবেদন করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। Read more

রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে : তানজিকা
রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে : তানজিকা

দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ কর্মবিরতীতে যাওয়ায় রাস্তায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না। তাই বলে সে জায়গাটি অরক্ষিত নেই।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন