নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি জেলা কর্মশালা। “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পঞ্চগড় জেলা কার্যালয়। বুধবার (২১ মে) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। তিনি বলেন, “যে জাতির মধ্যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, সে জাতি কখনো অন্যায় কাজে জড়াতে পারে না। দেশের অধিকাংশ মানুষের মাঝেই ধর্মীয় মূল্যবোধ বিদ্যমান, তাই এ জাতি শান্তিপ্রিয় ও মানবিক।”মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের স্নেহ দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা জাগিয়ে তুলতে হবে।”হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহিমী ইমতিয়াজ ও বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকসী (মুকুল)। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক জগদিশ চন্দ্র রায়।দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক, মনিটরিং কমিটির সদস্য, অভিভাবক, মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকসহ প্রায় ১৫০ জন অংশ নেন।উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পঞ্চগড়ে বর্তমানে ৯০টি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রে প্রাক-প্রাথমিক ও বয়স্ক (গীতা) শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের করাচি থেকে আসা জাহাজটির কন্টেইনারে যা যা আছে
পাকিস্তানের করাচি থেকে আসা জাহাজটির কন্টেইনারে যা যা আছে

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। সেই জাহাজ থেকে Read more

উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী
উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে বলে Read more

মেন্সট্রুয়াল কাপ কী? বাংলাদেশে এটি কতটা সহজলভ্য?
মেন্সট্রুয়াল কাপ কী? বাংলাদেশে এটি কতটা সহজলভ্য?

২০১৯ সালে মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মেন্সট্রুয়াল কাপ কীভাবে ব্যবহার করতে হয় তা একবার জানার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন