বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দীন।বুধবার (২০ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছাঃ সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়। অফিস আদেশের স্মারক নম্বর ছিল বিইউ/রেজি/প্রশাসন/প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে নিয়োগ/৫২৭/২০২১/৩৮৯৯।আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক মুহসিন উদ্দীনের এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ছয় মাস অথবা নিয়মিত রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়া পর্যন্ত—যে সময়টি আগে ঘটে, সেই সময় পর্যন্ত বলবৎ থাকবে।এছাড়াও তিনি পূর্বানুমোদিত হারে মাসিক ৮,০০০ টাকা দায়িত্বভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা পাবেন। নিয়োগটি যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন