লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জলাবদ্ধতা ও বন্যা নিরসনে এবং শুষ্ক মৌসুমে সেচকাজে সুবিধার জন্য চর লরেন্স ও তোরাবগঞ্জ এলাকার “তুলাতুলি” খালটি খননের উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।কিন্তু ৮ কিলোমিটার দীর্ঘের এই খালটির প্রায় ৯০ ভাগ খনন কাজ সম্পন্ন হওয়ার পর অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান।  বাধায় গত ৪ দিন ধরে খনন কাজ বন্ধ থাকায় পড়ে আছে ২টি এস্কেভেটর (ভেকু) মেশিন, বিপাকে পড়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান হাজেরা এন্টারপ্রাইজসহ সংশ্লিষ্ঠরা। এছাড়াও গত বছরের ন্যায় আবারো বন্যা ও জলাবদ্ধতার আশংকা করছেন এই অঞ্চলের কয়েকহাজার ভুক্তভোগী পরিবার। এ অবস্থায় খনন কাজ সম্পন্ন করতে ১০০ মিটারের মতো জায়গা দখলমুক্ত করতে  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। জানা যায়, উপজেলার চর লরেন্স ও তোরাবগঞ্জ ইউনিয়নের সীমানা ঘেঁষে বয়ে যাওয়া “তুলাতুলি” খাল। এটি প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্য।  গত বছরের বন্যায় চর লরেন্স ও তোরাবগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার ১ মাসেরও বেশী সময় ধরে পানিবন্দি অবস্থার মধ্যে ছিলো। এই জলাবদ্ধতা ও বন্যার একমাত্র কারন ছিলো তুলাতুলির খালটি দখল ও দুষনে ভরাট হয়ে যাওয়া।এই অঞ্চলে বর্ষায় অতিবৃষ্টির ও বিভিন্ন দিকের উজানের পানি যখন চাপ দেয় তখন এই পানি তুলাতুলি খাল, মুসার খাল ও এমপির খাল হয়ে মেঘনা নদীতে গিয়ে পড়ে।বিএডিসি সূত্রে জানা যায়, ৮ কিলোমিটারের দীর্ঘ তুলাতুলির খালটি ১ মাসেরও বেশী সময় ধরে খনন কাজ চলছে। প্রায় ৯০ ভাগেরও বেশী কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে লরেন্স ৪ নং ওয়ার্ডের সেলিম রোডের দক্ষিন ও উত্তরে ১০০ মিটারের মতো খালের জায়গা দখল হয়ে গেছে।বুধবার থেকে দখলদার জামাল,কামাল ও সালামদের বাঁধায় কাজ বন্ধ রয়েছে। এর আগেও কয়েকটি স্থানে কাজ করতে বাঁধার সম্মুখীন হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান সরেজমিন পরিদর্শন করে উপজেলা সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন কে পরিমাপ করে অবৈধ দখলমুক্ত করতে নির্দেশনা দেন। সার্ভেয়ার পরিমাপ করে খালের দু’পাশের মালিকদের জমি এবং বিএডিসির কর্মকর্তাদের খাল বুঝিয়ে দেন।এরপর খাল খননের কাজ শুরু করে বিএডিসি। কিন্তু খাল পাড়ের বড় বড় গাছ না কেটে জামাল ও কামাল খননের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তারা খাল এখান থেকে সরিয়ে আরো পশ্চিমে নতুন করে খাল খনন করার দাবি করেন।সরেজমিনে দেখা যায়, দখলে খালের দু’পাশ সংকুচিত হয়ে গেছে এবং গভীরতা কমে গেলেও খালের চ্যানেল ও অস্তিত্ব দৃশ্যমান রয়েছে।স্থানীয় আবুল বাশার, মো: সেলিম, মোসলেহউদ্দিন সহ উপস্থিত অনেকেই বলেন, তুলাতুলির খাল অতিতে যেখানে ছিলো এখনো সেখানেই আছে। জামাল ও কামাল খালের পূর্ব পাশ দখল করে বাড়ি করেছে।  সেলিম রোডের উত্তরে নুরিয়া রোডের পূর্ব পাশে কয়েকটি বসতবাড়ি উঠেছে। খালের জায়গায় এখন ওই বসতবাড়ির পুকুর রয়েছে। স্থানীয় অটোরিকশা চালক মো: সালামের বাবা খালের জায়গা দখল সূত্রে রেকর্ড করে ওই জমি বিক্রি করেছেন বলে জানিয়েছেন তারা।স্থানীয়রা আরো বলেন,খালের পাড়ে বাড়ি করে গাছ না কেটে জামাল ও কামাল খাল খননে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের বাড়ি পরিমাপ করলে বাড়িতে অতিরিক্ত জমি পাওয়া যাবে। খননে বাধা দেওয়া কামাল হোসেন বলেন, খালের জায়গা এখন আমাদের নামে রেকর্ড হয়ে গেছে। এজন্য কাজ বন্ধ করে দিয়েছি।খাল খননের কাজের তদারকি করা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো: ফজলুল কাদের বাপ্পি বলেন, ৮ কিলোমিটারের তুলাতুলি খালের খননের কাজ সামান্য বাকী আছে। কাজের শেষ পর্যায়ে  স্থানীয় জামাল,কামাল,সালাম সহ ৪-৫ জন লোক ঝামেলা করতেছে। এদের বাঁধায় কাজ বন্ধ। খননের কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন লক্ষ্মীপুর সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, জলাবদ্ধতা নিরসন ও সেচের সুবিধার জন্য কমলনগর উপজেলা কৃষি অফিসার এই খালটি খননের চাহিদা দিয়েছে। তারপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির উদ্যোগে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খাল খননের বিভিন্ন স্পটে বাধার সম্মুখীন হয়েছি।সেগুলো অতিক্রম করে এই জায়গায় এসে বেশি বাধার সম্মুখীন হচ্ছি। এখন উপজেলা সার্ভেয়ার এসে পরিমাপ করে দিলে খননের কাজ সম্পন্ন করতে পারবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান এ বিষয়ে বলেন, সরকারি কাজে কেউ যদি বাধা দেয়, যত বাধাই হোক আমরা কেটে দিবো।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ
ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন Read more

ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার
ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার

নাগরিকদের ‘সুরক্ষিত’ রাখতে ইন্টারনেট সুবিধা সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আল জাজিরার।ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ইসরায়েলের Read more

১৬ জুন: নামাজের সময়সূচি
১৬ জুন: নামাজের সময়সূচি

যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। Read more

প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপির উদ্বেগ প্রকাশ
প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপির উদ্বেগ প্রকাশ

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচকে ঘিরে চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ২৭ জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন