ফুলবাড়ীতে এক দেশি ছাগলের ৫ বাচ্চা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের ৫টি বাচ্চা জন্ম হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রাম থেকে নারী-পুরুষ দলবেঁধে সদ্য জন্ম নেয়া ছাগলের বাচ্চাগুলোকে এক নজর দেখতে ছুঁটে যান খয়বর আলী ও সুফিয়া বেগম দম্পতির বাড়িতে। এই দম্পতির বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকায়।স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে স্বামী খয়বর আলী স্ত্রী সুফিয়া বেগমকে সংসারে বাড়তি আয়ের জন্য একটি কালো রংয়ের দেশি ছাগল কিনে দেন। এক বছরের মধ্যে ছাগলটি দুটি বাচ্চার জন্ম দেয়। এভাবে দ্বিতীয় বছরও দুইটি, তৃতীয় বছর দুইটি, চতুর্থ বছর দুইটি বাচ্চা জন্ম দিলেও এ বছর ১১ মে  পঞ্চম বছরে এক সঙ্গে ৫টি বাচ্চার জন্ম দেয়। এক সঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ায় খুশি সফিয়া বেগমসহ পরিবারের সবাই। খবর পাড়া প্রতিবেশির মধ্যে জানা জানি হলে এক নজর দেখতে ছুঁটে যান গৃহিণী সুফিয়া বেগমের বাড়িতে। পরে গত চার পাঁচ দিনে পুরো গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় কয়েকজন যুবক ৫টি বাচ্চার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদ্য জন্ম নেয়া পাঁচটি ছাগলের বাচ্চা জন্মের পর মা ছাগল ও বাচ্চাগুলো সুস্থ আছে। স্বাভাবিক ভাবে বাচ্চাগুলো তার মায়ের দুধপানসহ চলাফেরা করছে।ছাগলের মালিক খয়বর আলী ও তার স্ত্রী সুফিয়া বেগম জানান, দেশি ছাগলের বাচ্চা পাঁচটি হবে এটা কখনো ভাবিনি। সেইদিন প্রথমে পর পর দুইটি বাচ্চা হয়। এর কিছুক্ষণ পর পর আবারও তিনটি বাচ্চা হয়। মুহূর্তে মধ্যে পাড়াপ্রতিবেশিরা দেখতে আসেন। এখনো অনেকেই দেখতে আসছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ৫টি ছাগলের বাচ্চা হওয়ায় আমরা খুবই খুশী। তবে এই বাচ্চা গুলো গত পাঁচ দিন থেকে মায়ের দুধের পাশাপাশি দিনে তিন বেলা ও রাতের ১২ টা পর্যন্ত  তিন বেলা করে দুই কেজি গাভির দুধ খাওয়ানো হচ্ছে। এছাড়াও সব সময় বাচ্চাগুলোকে নজরে রাখতে হয়। নজর না রাখলে যেন কোন মুহূর্তে শিয়াল ও বেজির পেটে চলে যাবে। এই দেশি জাতের ছাগলটি পাঁচ বছরে কয়েক বারে মোট ১৩টি বাচ্চার জন্ম দিয়েছে। এক পূর্বফুলমতি এলাকার যুবক জান্নাত মিয়া, পশ্চিম ফুলমতি এলাকার শিক্ষার্থী অসীম চন্দ্র রায় ও আছলাম মিয়া জানান, শুনছি একটা করি ছাগলের পাঁচটি ও ছয়টি করে বাচ্চা হয়। তবে স্বচোখে দেখিনি। কৃষক খয়বর আলী বাড়িতে গত চার-পাঁচদিন আগে একটি ছাগলের পাঁচটি বাচ্চা হয়। এই খবর শুনে শুক্রবার সকালে স্বচোখে জন্ম নেয়া পাঁচটি বাচ্চা দেখলাম। বাচ্চাগুলো স্বাভাবিক ভাবেই চলাফেরা করছে এবং মা ছাগলের দুধপানও করছে। দেখে আমাদের ভালো লাগলো।নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাসেন আলী জানান, শুনেছি গত ১১ মে আমার বাড়ির পাশের  কৃষক খয়বর আলীর একটি দেশি ছাগলের এক সঙ্গে ৫টি বাচ্চা হয়েছে। শুনছি এখনো বাচ্চাগুলোকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। তবে আগে কখনও আমাদের এলাকায় এক ছাগলের ৫টি বাচ্চা হওয়া দেখিনি আবার শুনার খবরও পায়নি।ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, দুই, তিনটি পর্যন্ত স্বাভাবিক ভাবে ছাগলের বাচ্চা হয়ে থাকে এবং চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা জন্ম নেওয়া স্বাভাবিক হলেও এর সংখ্যা কম। তবে এক সাথে পাঁচটি ও ছয়টি বাচ্চা জন্ম নেওয়া একটু ব্যতিক্রম হলেও অস্বাভাবিক কিছু নয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে গভীর সাগরে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ৪ মৃতদেহ উদ্ধার
টেকনাফে গভীর সাগরে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ৪ মৃতদেহ উদ্ধার

কক্সবাজার টেকনাফে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সাগরে ডুবিয়ে গেছে উক্ত ঘটনায় জিবিত ২৫ জন Read more

লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

লক্ষ্মীপুরের কমলনগরে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শাহনাজ বেগম কণা (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার Read more

তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ ৮ জেলা
তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ ৮ জেলা

আজও তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী ঢাকাসহ দেশের ৮ জেলা। সেই সঙ্গে দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত Read more

কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন